বৃথা আস্ফালন
বৃথা আস্ফালন
মোঃ রায়হান কাজী
___________
কালোমুখ বুঝি হয় ফ্যাকাসে অন্তহীণ,
বৃথা করে আস্ফালন অসময়ের আলপথে।
যতই দেখায় সামাজিকতা অর্থহীন তার চলা,
বৃথা রোষানলে পুড়ে যে তার সর্ব অঙ্গখানা।
মিথ্যাবাদী হয়ে যতই করে লিখালিখি অন্যকে দিয়ে,
সত্যিয় কী কাজে আসে এসব করে?
নাকি অবজ্ঞা বাড়ে জনসম্মুখে প্রকাশে?
করি যত মিথ্যা গালাগালি অনিশ্চিত গতিবিধি,
কালামুখে পড়ে ততই কলঙ্কের দাগ রাশি রাশি।
মারো যত চড়থাপ্পড় অহর্নিশ সশরীরে,
অপমান বোধ যেন একটুও তার অন্তরে দাগ না কাঁটে।
শেষমেশ উপান্ত না পেয়ে চোরি করে চোর সাঁজে।
চিয়ার মতো মুখখানা করে স্বরচিত হয়ে কান্নায় ভেঙে পড়ে।
প্রতিদিন বারবার মরে তবুও প্রাণ যায় না কবু দেহ থেকে।
জনসমক্ষে লোকজন থুথুমারে তার মুখে,
দিগ্বিদিকে বাজাস না আর অসম্মানের ঢাকী তাকে।
নিজের বিচার থাকে নাতো আর নিজ হাতে,
কেন করো এত বাহাদুরি মিথ্যা নিয়ে?
এতকিছুর মাঝে পদাঘাত খেয়ে,
যদি নাপাড়ো নিজেকে সামলাতে।
তবে নতশির চুপ করে থাকো ধরনীর বুকে।
মসী আর অশ্রুজল ছাড়া,
থাকে নাতো আর কিছুই নিজের হাতে।
মোঃ রায়হান কাজী
___________
কালোমুখ বুঝি হয় ফ্যাকাসে অন্তহীণ,
বৃথা করে আস্ফালন অসময়ের আলপথে।
যতই দেখায় সামাজিকতা অর্থহীন তার চলা,
বৃথা রোষানলে পুড়ে যে তার সর্ব অঙ্গখানা।
মিথ্যাবাদী হয়ে যতই করে লিখালিখি অন্যকে দিয়ে,
সত্যিয় কী কাজে আসে এসব করে?
নাকি অবজ্ঞা বাড়ে জনসম্মুখে প্রকাশে?
করি যত মিথ্যা গালাগালি অনিশ্চিত গতিবিধি,
কালামুখে পড়ে ততই কলঙ্কের দাগ রাশি রাশি।
মারো যত চড়থাপ্পড় অহর্নিশ সশরীরে,
অপমান বোধ যেন একটুও তার অন্তরে দাগ না কাঁটে।
শেষমেশ উপান্ত না পেয়ে চোরি করে চোর সাঁজে।
চিয়ার মতো মুখখানা করে স্বরচিত হয়ে কান্নায় ভেঙে পড়ে।
প্রতিদিন বারবার মরে তবুও প্রাণ যায় না কবু দেহ থেকে।
জনসমক্ষে লোকজন থুথুমারে তার মুখে,
দিগ্বিদিকে বাজাস না আর অসম্মানের ঢাকী তাকে।
নিজের বিচার থাকে নাতো আর নিজ হাতে,
কেন করো এত বাহাদুরি মিথ্যা নিয়ে?
এতকিছুর মাঝে পদাঘাত খেয়ে,
যদি নাপাড়ো নিজেকে সামলাতে।
তবে নতশির চুপ করে থাকো ধরনীর বুকে।
মসী আর অশ্রুজল ছাড়া,
থাকে নাতো আর কিছুই নিজের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৯/২০২০দারুণ।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০২০ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ৩০/০৯/২০২০চমৎকার ভাবনা।
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৯/২০২০অনুপম