মায়াবী রক্তপ্রবাহ
মায়াবী রক্তপ্রবাহ
মোঃ রায়হান কাজী
__________
লেখনীতে দেখ উড়িতেছে ফুলকি দেশান্তরীর মাঝে,
গুণী কবির ভক্তজনদের কাছে খ্যাতি রটিয়াছে সমগ্র প্রান্তরে।
সিদ্ধপুরুষের কাছে এসে সবাই জানছে ভালো করে,
হাজারো নরনারী এসে ঘিরে দাঁড়াল যে ছদ্মবেশীর রুপে।
কেহকেহ বলে ছেলে একখানা লাখে পাবে কী খুঁজে,
বাবা-মার কাছে সন্তানের কৃতিত্ব অর্জন,
ছড়িয়ে পড়ছে যে লোকজনের মুখেমুখে।
এসবের কারণে কতলোকজন ছুটছে পিছেপিছে।
হিংসায় বহিঃ ভূত হয়ে কারলাগি করে কাঁদাকাটি?
জনসমাগের ভিড়েতে বন্ধ্যা রমনীগণের মতো করে।
কেওবা বলে দৈব ক্ষমতা আছে কী তার ভিতরে?
অনেকেই আবার বলে দেখাও তা প্রমাণ করে।
কীইবা আছে প্রমাণের ক্ষুদ্র জীবনের তরে,
লেখনীতেই আছে প্রমাণ বলার আর কী বাদ থাকে?
জন্ম যখন উচ্চ ঘরে রক্তপ্রবাহী বুঝি তারিমতো চলে,
মধ্যেবিত্ত ঘরে বেড়ে ওঠাতাও যেন কম দুঃসাহসিকতা নহে।
ভেবেছিলাম তুমি এসেছিলে আমার কাছে আপার কৃপায় ভরে,
চক্ষু দুটোর আড়ালে বুঝি এসব কথাই ভাসে।
একোন খেলা খেলছো কৌশলে মায়াবীনি হয়ে,
বুঝিয়ে দিলে আমার ফাঁকি বিশ্বদরবারে।
মোঃ রায়হান কাজী
__________
লেখনীতে দেখ উড়িতেছে ফুলকি দেশান্তরীর মাঝে,
গুণী কবির ভক্তজনদের কাছে খ্যাতি রটিয়াছে সমগ্র প্রান্তরে।
সিদ্ধপুরুষের কাছে এসে সবাই জানছে ভালো করে,
হাজারো নরনারী এসে ঘিরে দাঁড়াল যে ছদ্মবেশীর রুপে।
কেহকেহ বলে ছেলে একখানা লাখে পাবে কী খুঁজে,
বাবা-মার কাছে সন্তানের কৃতিত্ব অর্জন,
ছড়িয়ে পড়ছে যে লোকজনের মুখেমুখে।
এসবের কারণে কতলোকজন ছুটছে পিছেপিছে।
হিংসায় বহিঃ ভূত হয়ে কারলাগি করে কাঁদাকাটি?
জনসমাগের ভিড়েতে বন্ধ্যা রমনীগণের মতো করে।
কেওবা বলে দৈব ক্ষমতা আছে কী তার ভিতরে?
অনেকেই আবার বলে দেখাও তা প্রমাণ করে।
কীইবা আছে প্রমাণের ক্ষুদ্র জীবনের তরে,
লেখনীতেই আছে প্রমাণ বলার আর কী বাদ থাকে?
জন্ম যখন উচ্চ ঘরে রক্তপ্রবাহী বুঝি তারিমতো চলে,
মধ্যেবিত্ত ঘরে বেড়ে ওঠাতাও যেন কম দুঃসাহসিকতা নহে।
ভেবেছিলাম তুমি এসেছিলে আমার কাছে আপার কৃপায় ভরে,
চক্ষু দুটোর আড়ালে বুঝি এসব কথাই ভাসে।
একোন খেলা খেলছো কৌশলে মায়াবীনি হয়ে,
বুঝিয়ে দিলে আমার ফাঁকি বিশ্বদরবারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৯/২০২০সাবলীল সুন্দর।
-
ফয়জুল মহী ২৭/০৯/২০২০Excellent poem
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৯/২০২০অপূর্ব।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২০অসাধারণ
-
রেদোয়ান আহমেদ ২৭/০৯/২০২০বাহ্