হৃদয় ভূমির খোঁজে
হৃদয় ভূমির খোঁজে
মোঃ রায়হান কাজী
__________________
হৃদয় ভূমির খোঁজে অনেক লোকজনের ভিড়ে,
জাগিয়া আছে কী কোনো নীতি নির্ধারনী অচল স্মৃতি।
ধবল শৈলী কারুকার্জ নির্মিতব্য আছে কী হিমগিরি?
আমার দিবসে রজনী আসে যায় ফিরে প্রান্তের কিনারা ঘিরে।
যেখানে আমার চরণ দুখানা পড়েছে মর্ম গভীরতম,
উন্নত শির করিয়াছে সকল উচ্চ মম অবিরত।
রঙিন মেঘেদের মতো আছে কল্পনা শত,
হাসিতেছে কাঁদিতেছি স্নিগ্ধ মমতায় হচ্ছে নত।
শিখর গগননীল দর্গম জনহীন বাসনা বিহীন,
কাটছে যে রাত্রিদিন নিরক্ত অন্তরের প্রলাপে অনন্তকাল।
ফুলপল্লবভারে শ্যামল তরুলতাগুলি সাঁজে,
সবুজ লতাপাতা দিয়ে বাহুবেষ্টন জুড়ে জড়াইয়া অঙ্গখানি৷
চারদিকে হাজারো রকমের মানুষের আনাগোনা,
কত গীত কত কথা বলছে দেখনা নীতিমালা?
মাঝখানে দাঁড়িয়ে ধ্যানের মতো নিশ্চল নিরবতা।
চিত্তগগনে উঠছে ভেসে অস্তমিত নিত্যনীহারিকা৷
মোঃ রায়হান কাজী
__________________
হৃদয় ভূমির খোঁজে অনেক লোকজনের ভিড়ে,
জাগিয়া আছে কী কোনো নীতি নির্ধারনী অচল স্মৃতি।
ধবল শৈলী কারুকার্জ নির্মিতব্য আছে কী হিমগিরি?
আমার দিবসে রজনী আসে যায় ফিরে প্রান্তের কিনারা ঘিরে।
যেখানে আমার চরণ দুখানা পড়েছে মর্ম গভীরতম,
উন্নত শির করিয়াছে সকল উচ্চ মম অবিরত।
রঙিন মেঘেদের মতো আছে কল্পনা শত,
হাসিতেছে কাঁদিতেছি স্নিগ্ধ মমতায় হচ্ছে নত।
শিখর গগননীল দর্গম জনহীন বাসনা বিহীন,
কাটছে যে রাত্রিদিন নিরক্ত অন্তরের প্রলাপে অনন্তকাল।
ফুলপল্লবভারে শ্যামল তরুলতাগুলি সাঁজে,
সবুজ লতাপাতা দিয়ে বাহুবেষ্টন জুড়ে জড়াইয়া অঙ্গখানি৷
চারদিকে হাজারো রকমের মানুষের আনাগোনা,
কত গীত কত কথা বলছে দেখনা নীতিমালা?
মাঝখানে দাঁড়িয়ে ধ্যানের মতো নিশ্চল নিরবতা।
চিত্তগগনে উঠছে ভেসে অস্তমিত নিত্যনীহারিকা৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৪/০৯/২০২০চমৎকার প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৯/২০২০wonderful!
-
ফয়জুল মহী ২২/০৯/২০২০Wonderful pome
-
কুমারেশ সরদার ২২/০৯/২০২০অনবদ্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২০দারুন