কালো
কালো
মোঃ রায়হান কাজী
__________
কালো মানে নয় অন্ধকার,
তার মাঝে-ও আছে কিছু ভালো৷
কালো বলেই জগৎ জুড়ে,
রবে না কেন আলো?
কালো মানেই মুক্তর ঝলকানি,
ঝরে কী আর হাসির ঝলক?
মুখেতে কী তার রাশি রাশি,
ভাসে কী আর মরিচীকার বালি?
গায়ের রং কী তোমার যদি প্রশ্ন করি?
তাতে কী আসে যায় শুনি?
রং নিয়ে কেন এতো বাহাদুরি?
ধরে নেও আমি কালি তাই বলে কী?
হরিণীর রক্তিম মুখখানা নাকি?
তবুও তোমায় পছন্দ করি কালি,
কলম দিয়ে লিখি যে কবিতাখানি।
মোঃ রায়হান কাজী
__________
কালো মানে নয় অন্ধকার,
তার মাঝে-ও আছে কিছু ভালো৷
কালো বলেই জগৎ জুড়ে,
রবে না কেন আলো?
কালো মানেই মুক্তর ঝলকানি,
ঝরে কী আর হাসির ঝলক?
মুখেতে কী তার রাশি রাশি,
ভাসে কী আর মরিচীকার বালি?
গায়ের রং কী তোমার যদি প্রশ্ন করি?
তাতে কী আসে যায় শুনি?
রং নিয়ে কেন এতো বাহাদুরি?
ধরে নেও আমি কালি তাই বলে কী?
হরিণীর রক্তিম মুখখানা নাকি?
তবুও তোমায় পছন্দ করি কালি,
কলম দিয়ে লিখি যে কবিতাখানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৯/২০২০সুন্দরতর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৯/২০২০দারুন
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২০দীপ্তিময় লেখনী ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৯/২০২০Very Beautiful.
-
Md. Jahangir Hossain ০৫/০৯/২০২০অসাধারণ লেখনী