অধীর উদ্যমে
অধীর উদ্যমে
মোঃ রায়হান কাজী
____________
মনের জানালা আজ আলগোছে খোলে,
প্রভাতের আকাশে শিশির ঝলমলিয়ে ওঠে।
নদীর জলরাশিতে হচ্ছে প্রতিফলন,
সূর্য রশ্মি আলোক কর্ণার সহিত আলাপে।
রৌদ্রস্নাত প্রকৃতির মাঝে নিবিড় বন্ধনে,
এরা এসে দাঁড়ায় সবাই একসাথে।
হৃদয়খানি উঠছে দুলে ধরনীর মাঝে,
তৃনমূল আর পাখপাখালিদের সঙ্গে করে।
তাই তো আমি দেখি বিশ্বভুবনখানি,
দাঁড় বাইতে ভয় অকূল সাগরের জলরাশি।
ঋষির একতারাতে গানের পসরা সাঁজে,
সুরের সাথে প্রাণের স্পন্দন মিলিয়ে।
বিশ্ব পরিমন্ডলের মাঝে পর্দা ওঠে,
উড়ে যায় মন তোমার নাম ধরে ডাক দিয়ে।
আলোতে তাই সকল কর্ম ভুলে অনিমিখে,
তুলছে যেন তান ধরনীর বুক জড়িয়ে।
থাকি না আমি বেশিক্ষণ দূরে,
গানের সুরগুলোকে সঙ্গ করে তোমার চরণমূলে।
মনে হল এই গান, যেন আমারি প্রাণ।
নেব আমি শিখে চর্চা করে অধীর উদ্যমে।
মোঃ রায়হান কাজী
____________
মনের জানালা আজ আলগোছে খোলে,
প্রভাতের আকাশে শিশির ঝলমলিয়ে ওঠে।
নদীর জলরাশিতে হচ্ছে প্রতিফলন,
সূর্য রশ্মি আলোক কর্ণার সহিত আলাপে।
রৌদ্রস্নাত প্রকৃতির মাঝে নিবিড় বন্ধনে,
এরা এসে দাঁড়ায় সবাই একসাথে।
হৃদয়খানি উঠছে দুলে ধরনীর মাঝে,
তৃনমূল আর পাখপাখালিদের সঙ্গে করে।
তাই তো আমি দেখি বিশ্বভুবনখানি,
দাঁড় বাইতে ভয় অকূল সাগরের জলরাশি।
ঋষির একতারাতে গানের পসরা সাঁজে,
সুরের সাথে প্রাণের স্পন্দন মিলিয়ে।
বিশ্ব পরিমন্ডলের মাঝে পর্দা ওঠে,
উড়ে যায় মন তোমার নাম ধরে ডাক দিয়ে।
আলোতে তাই সকল কর্ম ভুলে অনিমিখে,
তুলছে যেন তান ধরনীর বুক জড়িয়ে।
থাকি না আমি বেশিক্ষণ দূরে,
গানের সুরগুলোকে সঙ্গ করে তোমার চরণমূলে।
মনে হল এই গান, যেন আমারি প্রাণ।
নেব আমি শিখে চর্চা করে অধীর উদ্যমে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৯/২০২০মনোযোগ দিয়ে পড়লাম । মুগ্ধ হলাম লেখায় l
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০প্রকৃতির ছোঁয়ায় প্রাণবন্ত উপহার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৯/২০২০খুব ভালো লাগলো
-
পি পি আলী আকবর ০৪/০৯/২০২০ভালোই
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৯/২০২০খুবই ভালো লেখা