www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পনেরোই আগস্ট

পনেরোই আগস্ট
মোঃ রায়হান কাজী
________________

বাঙালির হৃদয়ে উঠেছে আজ নিঃশব্দ হুংকার।
মর্মছেঁড়া বেদনার সুর বাজছে আজ চতুর্দিকে।
পনেরো আগস্ট শোকাবহ সেই দিন,
অশ্রুর জলে কান্নায় শিহরিত লোকজন।

বঙ্গবন্ধুর রক্তে বুকচেরা প্রথম প্রহর,
আকাশে বাতাসে ভাসছিলো যেন অশ্রুর জল।
প্রত্যুষের সূর্যোদয়ে অভিশপ্ত দিন,
গাছের পাতার সঙ্গে শোক ঝরিয়া ছিলো অবিরল।

হতবিহ্বল প্রত্যক্ষদর্শীরা উদ্ধত সঙ্গিন,
মুছে দিতে চেয়েছিলো জনকের লাশ রক্তচিহৃ৷
গগনবিহারীতে সেদিন মেঘছিলো না,
তবু অন্ধকার অস্তমিত হয়েছিলো চারদিক।

নির্বোধের দল না বুঝে  ক্রুদ্ধ রাতের আঁধারে,
গুলির সঙ্গে উড়িয়ে দেয় দেশপ্রেমীকের হাঁড়।
ক্রন্দন সুরে উচ্ছাসের ধ্বনিতে মুখরিত জনতা,
আলোর মাঝেই বৃষ্টি নেমেছিলো ঝলসিয়া।

মুক্তির শিখা জ্বলে ওঠা মাহেন্দ্রক্ষণ,
কাপুরুষের দল তা গুরিয়া দেয় এক নিমিষে।
চক্রান্তে, বিশ্বাসঘাতকতায় চরমভাবে গ্র্যাস,
দ্বন্দ্বের ফয়সালা হচ্ছে জাতি ধ্বংস করে।

কণ্টকিত দুর্গম পথ বাকি আছে আজও,
থেমে যেওনা হে সাহসী যুদ্ধারা ভয় পেওনা৷
এগিয়ে চলো অর্ধনমিত পতাকা হাতে নিয়ে এইক্ষণে।
বিজয় ধ্বনি আনবো চিনিয়ে গভীর থেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সন্দর
  • Md. Jahangir Hossain ১৫/০৮/২০২০
    সুন্দর!
  • ফয়জুল মহী ১৫/০৮/২০২০
    দারুণ প্রকাশ । বাহ
    নিপুণ  রচনাশৈলী
    ভীষণ ভালো লাগলো।
  • nice
  • কুমারেশ সরদার ১৫/০৮/২০২০
    চমৎকার
 
Quantcast