www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন সঙ্গি

জীবন সঙ্গি
মোঃ রায়হান কাজী
___________

আঁখি জোড়া মোর নিষ্পাপ চাহনি মেলে,
দেখনা আছে আজও তোমার রুপে ঝলসাতে।
তৃপ্ত আমি ভুবনসংসারের এই পথে চলতে গিয়ে,
তোমার মতো এমন ভালোবাসার মানুষ পেয়ে।

তোমাতেই মন বিভোর থাকে রাত্রি-দুপুর কালে,
তোমাকেই নিয়ে স্বপ্ন আঁকিবুঁকি করি বুকের মাঝে।
কাক ভেজা ভোরে যখন সূর্য হাসে আলো দিয়ে,
আমি যেন তোকে আগলে রাখি দূরপ্রান্তে বসে৷

মনের গহীন কোণে খুনসুটি জমে তোমাকে ঘিরে,
অভিমান জমে বুকের বা পাশে হৃৎপিন্ড জুড়ে।
তুমি আমার জীবন সঙ্গি তা রাখি গোপনে,
সারাজীবন কাটাবো একসঙ্গে এই সংকল্প নিয়ে৷

তবুও বিরহ জমে সাদার আকাশে কালো হয়ে,
বৃষ্টি পড়ে আলো ঝলমল করে ওঠে নীলের বুকে।
পাখিরা উড়ে বেড়ায় ডানায় ঝাপটিয়ে,
ভালো লাগে অমৃতময় গান গাইতে তোমাকে নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লাগলো!
  • ভালো লাগলো।
  • Md. Jahangir Hossain ১৪/০৮/২০২০
    পড়ে ভাল লাগলো।
  • ফয়জুল মহী ১৪/০৮/২০২০
    বেশ মনোমুগ্ধকর লেখনশৈলী দারুণ l
  • সুন্দর
  • Very Beautiful.
 
Quantcast