www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনুষ্যত্ব

মনুষ্যত্ব
মোঃ রায়হান কাজী
_____________

মানুষের মধ্যে মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে,
একের ভিতর হিংস্র রুপ ভেসে উঠছে।
যতোই ঘুরেফিরে তাকায় এদিকসেদিক,
ধ্বংসযোগ্য দেখতে পাই অহরহ।
আজ আমরা হয়েছি বাঁধন হারা,
তাইতো চলছে রাএিদিন দাঙ্গাহাঙ্গামা।
ঘুর্ণিপাকের এই চক্ররে পড়ে,
অকালে যাচ্ছে প্রাণ অকাতরে।
তবুও কাটে না-কেনো,
এই নেশার ঘোর।
করছে কাজ-কর্ম বিবেক ছাড়া।
আজ শিক্ষার হার বাড়ছে,
তবে সে শিক্ষা যাচ্ছে কোথায়?
নাকি সীমাবদ্ধ শুধু বইয়ের পাতায়!
চোখের সামনে যখন ঘটছে অন্যায়,
লোকেরাই বা কেন দাঁড়িয়ে থাকে নিস্তব্ধতায়?
বাতাসেও তো গাছের পাতাও নড়ে,
তবে মানুষ নড়ছে না কেন এতসব দেখে?
চৈত্রের দিনে মাঠঘাটে ফাটল ধরে,
জলের শূণ্যতার কারণে।
তবে বিবেকের মাঝে,
আজ ফাটল ধরেছে কিসের অভাবে?
বিবাগী মন খুঁজে বেড়ায় রাএিদিন,
এতসব প্রশ্নের উওরের মানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মননশীলতার আকর খনি
  • বেশ মননশীল উপস্থাপন।
  • nice
  • মনুষত্ববোধ জাগ্রত হোক।
  • Md. Jahangir Hossain ১২/০৮/২০২০
    ভোতা হয়েছে বিবেক।
  • প্রানীত হলাম কবি
  • ফয়জুল মহী ১২/০৮/২০২০
    একরাশ মুগ্ধতা একরাশ ভালো লাগার ভালোবাসা ।
 
Quantcast