বাদলের দিনে
বাদলের দিনে
মোঃ রায়হান কাজী
________________
বাদলের দিনে আকাশে মেঘ জমে,
দখিনা বাতাস বহে পরিবেশে।
মেঘাচ্ছন্নতার কারণে অসময়ে
আলোক সল্পতা চোখে পড়ে।
মনের মাধুর্য খেলা করে দিগন্ত জুড়ে,
গাছের পাতা নড়ে উতলা হাওয়া বহে।
ঝড়ের কবলে খড়কুটো উড়ে বেড়ায়,
একপ্রান্ত থেকে অন্য প্রান্তে দূর গগনতলে।
ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ে মাঠঘাট জুড়ে।
পথে পথিক চলেছে দেখ উদ্দেশ্য নিয়ে,
কাঁক ভেঁজা হয়ে খুঁজছে দেখ তুমি,
একটুখানি দাঁড়ানোর নীর এদিক-ওদিকে।
বৃষ্টি ফোঁটা হতে বাঁচতে, যেন না ভিজে।
একাকিত্বের মাঝে অপেক্ষার প্রহর বাড়ে,
কখন থামবে বৃষ্টি, পাঁ চলবে উদ্দেশ্যের দিকে।
মেঘাচ্ছন্ন পরিবেশের শেষে নীরবতা বিস্তার করে,
নির্জনতার সাথে পথ চলি এ ধারাতে।
বিস্ময়কর প্রেক্ষাপটের সম্মিলন ঘটে,
সূর্য হাসে আলো নাচে পাতার ফাঁকে ফাঁকে।
ধমকা হাওয়ার তালে জলের ফোঁটা পড়ে,
গাছের ডালপালা থেকে মাটিতে।
এ জলের ছোঁয়া সিক্ত করে আমায় অবেলাতে।
মোঃ রায়হান কাজী
________________
বাদলের দিনে আকাশে মেঘ জমে,
দখিনা বাতাস বহে পরিবেশে।
মেঘাচ্ছন্নতার কারণে অসময়ে
আলোক সল্পতা চোখে পড়ে।
মনের মাধুর্য খেলা করে দিগন্ত জুড়ে,
গাছের পাতা নড়ে উতলা হাওয়া বহে।
ঝড়ের কবলে খড়কুটো উড়ে বেড়ায়,
একপ্রান্ত থেকে অন্য প্রান্তে দূর গগনতলে।
ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ে মাঠঘাট জুড়ে।
পথে পথিক চলেছে দেখ উদ্দেশ্য নিয়ে,
কাঁক ভেঁজা হয়ে খুঁজছে দেখ তুমি,
একটুখানি দাঁড়ানোর নীর এদিক-ওদিকে।
বৃষ্টি ফোঁটা হতে বাঁচতে, যেন না ভিজে।
একাকিত্বের মাঝে অপেক্ষার প্রহর বাড়ে,
কখন থামবে বৃষ্টি, পাঁ চলবে উদ্দেশ্যের দিকে।
মেঘাচ্ছন্ন পরিবেশের শেষে নীরবতা বিস্তার করে,
নির্জনতার সাথে পথ চলি এ ধারাতে।
বিস্ময়কর প্রেক্ষাপটের সম্মিলন ঘটে,
সূর্য হাসে আলো নাচে পাতার ফাঁকে ফাঁকে।
ধমকা হাওয়ার তালে জলের ফোঁটা পড়ে,
গাছের ডালপালা থেকে মাটিতে।
এ জলের ছোঁয়া সিক্ত করে আমায় অবেলাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমাইয়া হোসেন সুরভী ১৩/০৮/২০২০অসাধারণ লেখা। কবিকে অনেক অনেক শুভ কামনা
-
আব্দুর রহমান আনসারী ১১/০৮/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৮/২০২০খুব সুন্দর।
-
ফয়জুল মহী ১০/০৮/২০২০নৈসর্গিক প্রতিভায় নান্দনিক প্রকাশ।
।