পথশিশু
পথশিশু
মোঃ রায়হান কাজী
------------------
সেদিন দেখিলাম রাস্তার ধারে,
পথ শিশুটি দাঁড়িয়ে আছে অবচেতনের ভেসে।
বস্ত্রহীন গায়ে লুটিয়ে বসেছিল
ছোট গাছটির কাছে ছায়াতলে।
রৌদ্রেতে পুড়ে বৃষ্টিতে ভিজে,
এ বয়সে খেটে মরছে যে অকাতরে।
জীর্ণশীর্ণ দেহের মাঝে,
মাংস হার গুলো যেন উঠছে ভেসে।
যে বয়সে কথা ছিলো পথশিশুটির,
করবে খেলাধুলা আপনজনদের নিয়ে।
সে বয়সে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে,
অন্নের জন্য হাত পাতছে যে লোকজনের দ্বারে দ্বারে।
যে বয়সে কথা ছিল শিক্ষার জ্ঞান,
ছড়িয়ে পড়বে শিশুপ্রাণে।
হাসি-খুশির সাথে আনন্দ-উল্লাসে,
মেঠে উঠবে সহপাঠীদের সাথে।
সে বয়সে হায় আজ নাহি পায়,
বিদ্যালয়ের জ্ঞানের আলো।
যাচ্ছে থেমে পথশিশুদের বিকাশ,
কঁচি পাপরি ফোঁটার আগে।
আজ এরাই কেন বঞ্চিত,
প্রথাগত শিক্ষার ক্ষেত্র থেকে।
এরাই কেন অবহেলিত জনগোষ্ঠী?
স্বাধীন দেশের লোকজন হয়ে।
মোঃ রায়হান কাজী
------------------
সেদিন দেখিলাম রাস্তার ধারে,
পথ শিশুটি দাঁড়িয়ে আছে অবচেতনের ভেসে।
বস্ত্রহীন গায়ে লুটিয়ে বসেছিল
ছোট গাছটির কাছে ছায়াতলে।
রৌদ্রেতে পুড়ে বৃষ্টিতে ভিজে,
এ বয়সে খেটে মরছে যে অকাতরে।
জীর্ণশীর্ণ দেহের মাঝে,
মাংস হার গুলো যেন উঠছে ভেসে।
যে বয়সে কথা ছিলো পথশিশুটির,
করবে খেলাধুলা আপনজনদের নিয়ে।
সে বয়সে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে,
অন্নের জন্য হাত পাতছে যে লোকজনের দ্বারে দ্বারে।
যে বয়সে কথা ছিল শিক্ষার জ্ঞান,
ছড়িয়ে পড়বে শিশুপ্রাণে।
হাসি-খুশির সাথে আনন্দ-উল্লাসে,
মেঠে উঠবে সহপাঠীদের সাথে।
সে বয়সে হায় আজ নাহি পায়,
বিদ্যালয়ের জ্ঞানের আলো।
যাচ্ছে থেমে পথশিশুদের বিকাশ,
কঁচি পাপরি ফোঁটার আগে।
আজ এরাই কেন বঞ্চিত,
প্রথাগত শিক্ষার ক্ষেত্র থেকে।
এরাই কেন অবহেলিত জনগোষ্ঠী?
স্বাধীন দেশের লোকজন হয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ০৯/০৮/২০২০করুণ বাস্তব ফুটে উঠেছে লেখনিতে। শুভেচ্ছা রইল।
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৮/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০৮/০৮/২০২০অনুপম লেখাটি । আমার অন্যরকম একটা ভালো লাগলো l
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৮/২০২০অসাধারন