ভাইরাসের আতস্ক
ভাইরাসের আতঙ্ক
মোঃ রায়হান কাজী
_______________
আজ করোনার আতঙ্কে,
যাচ্ছে না মানুষ বেশি একটা হাটবাজারে।
রাস্তাঘাট হচ্ছে ফাঁকা,
করোনাকে ঘিরে ।
বিদেশ ফেরত যতসব লোক,
ভাইরাসকে করছে ফেরি নিস্তব্ধতার আড়ালে।
এরা যেন একেকজন মানুষ নয়,
ভাইরাসের অন্য রুপ।
করোনা যাচ্ছে না ঠেকে সীমানার দেয়ালে।
ছড়িয়ে পড়ছে যে দেশ হতে দেশান্তরে।
মরছে যে মানুষ হাজারে হাজারে।
তাই দেখে আতঙ্ক বাড়ছে মানুষের মনে।
করোনার উৎপওি হয়েছিল,
যে সূদুর চীনে।
কমছে ছড়ানোর হার সেখানে।
বাড়ছে যে অন্যস্থলে সাতাইশ গুন হারে।
যতসব আছে সর্দিকাশি, জ্বর আর ফ্লু,
আক্রান্ত হলে বাড়ছে আতঙ্ক মনে মনে।
পাচ্ছে যে ভয় চিকিৎসকের কাছে নিতে।
মুখ লোকাচ্ছে পর্দার আড়ালে।
মোঃ রায়হান কাজী
_______________
আজ করোনার আতঙ্কে,
যাচ্ছে না মানুষ বেশি একটা হাটবাজারে।
রাস্তাঘাট হচ্ছে ফাঁকা,
করোনাকে ঘিরে ।
বিদেশ ফেরত যতসব লোক,
ভাইরাসকে করছে ফেরি নিস্তব্ধতার আড়ালে।
এরা যেন একেকজন মানুষ নয়,
ভাইরাসের অন্য রুপ।
করোনা যাচ্ছে না ঠেকে সীমানার দেয়ালে।
ছড়িয়ে পড়ছে যে দেশ হতে দেশান্তরে।
মরছে যে মানুষ হাজারে হাজারে।
তাই দেখে আতঙ্ক বাড়ছে মানুষের মনে।
করোনার উৎপওি হয়েছিল,
যে সূদুর চীনে।
কমছে ছড়ানোর হার সেখানে।
বাড়ছে যে অন্যস্থলে সাতাইশ গুন হারে।
যতসব আছে সর্দিকাশি, জ্বর আর ফ্লু,
আক্রান্ত হলে বাড়ছে আতঙ্ক মনে মনে।
পাচ্ছে যে ভয় চিকিৎসকের কাছে নিতে।
মুখ লোকাচ্ছে পর্দার আড়ালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৭/২০২০সুন্দর লেখনী।
-
মোঃ আমানুল্লাহ ফকির ৩১/০৭/২০২০মনোমুগ্ধকর লেখা
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২০আতঙ্কে আছি সততই
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী