করোনা আতংক
করোনা আতংক
মোঃ রায়হান কাজী
__________
আজ যেখানেই যাই,
সেখানেই শুনতে পাই,
করোনা করোনা করোনা!
রোজ রোজ আতংক
কমেছে সেবক চিকিৎসা করার।
এইসব নিয়েই চলছে দুনিয়া।
আজ সামান্য জ্বর হলেও
কাঁপছে মানুষ করোনার ভয়ে।
যে রোম শহরে মানুষ
হাসিমুখে করতো চলাফেরা,
সেখানেই আজ পরিণত হয়েছে
ভয়ংকর মৃত্যু কূপে।
যেখানে লোকজন অবাধে করতো ছুটাছুটি,
সেখানেই বের হচ্ছে একের পর এক কপিন।
হঠাৎই কান পেতে শুনি,
মসজিদের মাইকেও আতংকের বানী।
আজ রাস্তাঘাটে কমছে জনসমাগম,
সংক্রমণ ছড়ানোর ভয়ে।
বাড়ছে যে রোগী দিনেরাতে,
ভিড় জমাচ্ছে হাসপাতালে।
যে জানতো না কখনো মাস্ক পড়ার মানে,
আজ সেও জানে মাস্ক পড়ার কারণ সম্পর্কে।
যেখানেই যাই মাস্ক পরিহিত ব্যক্তি দেখতে পাই,
তবে কী তা করোনার ভয়ে?
আজ মানুষ পড়ছে করোনার আতংকে,
ডাকছে যে রাএিদিন আল্লাহর নাম ধরে।
তবে কী মানুষ আল্লাহ থেকে
করোনাকে বেশি ভয় করে?
জানিনা এই অর্থের মানে।
মোঃ রায়হান কাজী
__________
আজ যেখানেই যাই,
সেখানেই শুনতে পাই,
করোনা করোনা করোনা!
রোজ রোজ আতংক
কমেছে সেবক চিকিৎসা করার।
এইসব নিয়েই চলছে দুনিয়া।
আজ সামান্য জ্বর হলেও
কাঁপছে মানুষ করোনার ভয়ে।
যে রোম শহরে মানুষ
হাসিমুখে করতো চলাফেরা,
সেখানেই আজ পরিণত হয়েছে
ভয়ংকর মৃত্যু কূপে।
যেখানে লোকজন অবাধে করতো ছুটাছুটি,
সেখানেই বের হচ্ছে একের পর এক কপিন।
হঠাৎই কান পেতে শুনি,
মসজিদের মাইকেও আতংকের বানী।
আজ রাস্তাঘাটে কমছে জনসমাগম,
সংক্রমণ ছড়ানোর ভয়ে।
বাড়ছে যে রোগী দিনেরাতে,
ভিড় জমাচ্ছে হাসপাতালে।
যে জানতো না কখনো মাস্ক পড়ার মানে,
আজ সেও জানে মাস্ক পড়ার কারণ সম্পর্কে।
যেখানেই যাই মাস্ক পরিহিত ব্যক্তি দেখতে পাই,
তবে কী তা করোনার ভয়ে?
আজ মানুষ পড়ছে করোনার আতংকে,
ডাকছে যে রাএিদিন আল্লাহর নাম ধরে।
তবে কী মানুষ আল্লাহ থেকে
করোনাকে বেশি ভয় করে?
জানিনা এই অর্থের মানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খসরুল আলম মানিক ৩০/০৭/২০২০ভাল উদ্যোগ!
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৭/২০২০খুবই সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৭/২০২০ভালো।
-
মনিরুল ইসলাম ফারাবী ৩০/০৭/২০২০যারা লেখালেখি করতে ভালোবাসেন তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেনঃ- https://www.facebook.com/groups/266362901426607/?ref=share
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২০অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।