এসময়ে পরিমন্ডলের মাঝে
এসময়ে পরিমন্ডলের মাঝে
মোঃ রায়হান কাজী
_______________
এসময়ে পরিমন্ডলের মাঝে,
আনন্দ গান বেজে ওঠে৷
অশ্রুজলের ঢেউয়ের সহিত,
ব্যাথার বাঁশিতে সুর নাচে।
হৃদয় আমার উঠছে দুলে,
অট্টহাসির কোলাহলের ভিড়ে।
অকূল জলের ভান ভাসিয়ে,
তুমি দাও আমায় দেখি তান তুলে।
আজি এই দিবসে আমার কাছে এসে,
নতুনত্বের সাথে অজানা সুর ধর ধরনীর মাঝে।
বাজাও বাঁশি উজানের হাওয়ায়,
স্রোতের সাথে তরী থাক না ভাসে।
এখনো আছো তুমি তরঙ্গনী হয়ে,
দূর প্রান্তের কাছে চুপিসারে দাঁড়িয়ে।
তোমারি বিরহে মন ভাসে ভরা নদীতে,
এমন ডাকে কীভাবে থাকি বলো ঘরে বসে?
বাসনার আশা পুলকে দুলিয়া,
তোমাকে মিলায় ফুলে দের সাথে।
আকাশ রাশিতে ঝাঁপ দিয়েছি,
তোমাতেই পাগলপাড়া হয়ে৷
মোঃ রায়হান কাজী
_______________
এসময়ে পরিমন্ডলের মাঝে,
আনন্দ গান বেজে ওঠে৷
অশ্রুজলের ঢেউয়ের সহিত,
ব্যাথার বাঁশিতে সুর নাচে।
হৃদয় আমার উঠছে দুলে,
অট্টহাসির কোলাহলের ভিড়ে।
অকূল জলের ভান ভাসিয়ে,
তুমি দাও আমায় দেখি তান তুলে।
আজি এই দিবসে আমার কাছে এসে,
নতুনত্বের সাথে অজানা সুর ধর ধরনীর মাঝে।
বাজাও বাঁশি উজানের হাওয়ায়,
স্রোতের সাথে তরী থাক না ভাসে।
এখনো আছো তুমি তরঙ্গনী হয়ে,
দূর প্রান্তের কাছে চুপিসারে দাঁড়িয়ে।
তোমারি বিরহে মন ভাসে ভরা নদীতে,
এমন ডাকে কীভাবে থাকি বলো ঘরে বসে?
বাসনার আশা পুলকে দুলিয়া,
তোমাকে মিলায় ফুলে দের সাথে।
আকাশ রাশিতে ঝাঁপ দিয়েছি,
তোমাতেই পাগলপাড়া হয়ে৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২০মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা ।
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৭/২০২০উপভোগ্য