www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধু তোমার পথে

বঙ্গবন্ধু তোমার পথে
মোঃ রায়হান কাজী
____________
বঙ্গবন্ধু তুমি চলে গেছ অকালে।
তবে তোমার দেখানো পথ আজও রয়েগেছে।
তোমাতেই মগ্ন থাকি সারাটা বেলা।
তোমার ধ্বনি শোনে হয় শিহরিত।

তোমার চরণ দুখানা পরেছিল এ মাটিতে।
এ মাটি আজ ধণ্য, আত্নমর্যাদায় পরিপূর্ণ।
আমরা পেয়েছি এমন নেতা বিশ্ব বিস্মিত।
তাইতো চড়িয়া পুষ্পরথে করিতে চাই বরণ,
তোমার শততম জন্ম দিবসের কালে।

তরুণ প্রজন্ম আজ এগিয়ে চলে,
তেমার বানী উচ্চারন করে দারুন উদ্দামে।
তোমার দেখানো পথ অনুসরণ করে,
বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত আমরা দাঁড়িয়ে।

স্বাধীনতার জন্য তুমি দিয়েছিলে ডাক অভিসারে,
লাখ মানুষ ছুটে চলে এসেছিল রনক্ষেত্রে।
কুণ্ঠিত না হয়ে বুকের তাজা রক্ত ঢেলে,
উজার করে দিয়েছিল নিজেদের মুক্তির আশাতে।
চিনিয়ে এনেছিল তোমার আমার স্বাধীনতা।

ঘাতকের আর্তগ্লানিতে জাতির পিতার স্বপ্ন।
ভুলবো না মোরা পনেরোই আগষ্ট কালো রাত্রি।
ভয়াবহ সেই বুলেটের শব্দ আর রক্ত স্রোতের নদী।
বিনিময়ে তুমি কী পেয়েছিলে তাই আজ বড় প্রশ্ন?

এদেশর মাটিতে এখনো তোমার নাম জপে,
সকাল,দপুর রাত্রিকালে প্রভাত ফেরীতে।
সবার হৃদয়ে তোমার নাম থাকবে ততদিন,
যতদিন প্রবাহমান এই জনস্রোত থাকবে।
যতদিন পূর্ব দিগন্ত লালরক্তিম সূর্য উদয় হবে,
লালসবুজের নিশানা দখিনা বাতাসের সহিত উড়বে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইবনে মিজান ২৭/০৭/২০২০
    সুন্দর
  • Very Beautiful.
  • ভালো।
  • অনিতা মুদি ২৭/০৭/২০২০
    অতি উত্তম
  • অসাধারন
  • কুমারেশ সরদার ২৭/০৭/২০২০
    সুন্দর
 
Quantcast