জীবন ধারা
জীবন ধারা
মোঃ রায়হান কাজী
_________________
জীবন ধারাতে স্রোতের সাথে গিয়ে,
হারিয়েছি অনেক কিছু না-জেনে শুনে।
জীবনে আসে ধ্বংস হঠাৎ করে,
আচমকা বাতাসে ভ্যাপসা গতিবেগের সঙ্গে করে।
এ পথে চলতে গিয়ে বাহির ভুবনেশ্বরীর মাঝে,
কতবার পড়েছি আবার ওঠে দাঁড়িয়েছি।
একাকিত্বর কাছে হার মানিনী কোনো মতে
চেষ্টা চালিয়েছি সামনে এগিয়ে যেতে।
মাঝ পথে এসে গল্প শুনি নিজেকে নিয়ে,
লোকজন করছে বলাবলি আমাকে উদ্দেশ্যে করে।
আমিও তা কান পেতে শুনি চুপিসারে
রাস্তাঘাট জুড়ে একি কথা ভাসছিলো চারদিকে?
তবে কী এতো দিন যাই জেনেছি,
সবই ছিলো পর্দার আড়ালে?
কাঁচের দেয়ালের মাঝে থমকে ছিলো
পুরনো সব স্মৃতি কথা রোমন্থন গতিতে।
অবশেষে এদিক সেদিক থেকে জেনে,
কিছুটা হলেও বুঝতে পাড়ি সত্যিটার মানে।
না-বুঝে কান্নায় সরচিত হয়ে ওঠে মনখানা,
হৃদয়ের অমৃত ক্ষরণে বুকের মাঝে ঝড় ওঠে।।
কিছুই নেই বলার মতো আমার স্মৃতিতে,
তবুও যা শুনি জানি তা মিলাই মনের গহীনে।
ঢেউ এর সাথে ভাসি অসময়ের জোয়ারের জলে,
সবার সাথে হাসিমুখে সাক্ষাৎ করি আড্ডার আসরে।
মোঃ রায়হান কাজী
_________________
জীবন ধারাতে স্রোতের সাথে গিয়ে,
হারিয়েছি অনেক কিছু না-জেনে শুনে।
জীবনে আসে ধ্বংস হঠাৎ করে,
আচমকা বাতাসে ভ্যাপসা গতিবেগের সঙ্গে করে।
এ পথে চলতে গিয়ে বাহির ভুবনেশ্বরীর মাঝে,
কতবার পড়েছি আবার ওঠে দাঁড়িয়েছি।
একাকিত্বর কাছে হার মানিনী কোনো মতে
চেষ্টা চালিয়েছি সামনে এগিয়ে যেতে।
মাঝ পথে এসে গল্প শুনি নিজেকে নিয়ে,
লোকজন করছে বলাবলি আমাকে উদ্দেশ্যে করে।
আমিও তা কান পেতে শুনি চুপিসারে
রাস্তাঘাট জুড়ে একি কথা ভাসছিলো চারদিকে?
তবে কী এতো দিন যাই জেনেছি,
সবই ছিলো পর্দার আড়ালে?
কাঁচের দেয়ালের মাঝে থমকে ছিলো
পুরনো সব স্মৃতি কথা রোমন্থন গতিতে।
অবশেষে এদিক সেদিক থেকে জেনে,
কিছুটা হলেও বুঝতে পাড়ি সত্যিটার মানে।
না-বুঝে কান্নায় সরচিত হয়ে ওঠে মনখানা,
হৃদয়ের অমৃত ক্ষরণে বুকের মাঝে ঝড় ওঠে।।
কিছুই নেই বলার মতো আমার স্মৃতিতে,
তবুও যা শুনি জানি তা মিলাই মনের গহীনে।
ঢেউ এর সাথে ভাসি অসময়ের জোয়ারের জলে,
সবার সাথে হাসিমুখে সাক্ষাৎ করি আড্ডার আসরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২০চমৎকার
-
অনিতা মুদি ২৭/০৭/২০২০চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৭/২০২০সত্যই সুন্দর
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০অসাধারণ