www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুরবানির হাঁট

কুরবানির হাঁট
মোঃ রায়হান কাজী
_______________
আবার এসেছে ফিরে,
কুরবানী মানবের তরে।
দিচ্ছে যে হাঁক-ডাক মাইক বাজিয়ে
রাস্তার মোড়েমোড়ে হাটবাজারে৷

যাচ্ছে যে মানুষ দলবেঁধে
কুরবানির হাঁটে গরু-ছাগল দেখতে।
করছে মূলামুলি ব্যাবসায়ীদের সাথে,
সে সাথে ভিড় জমাচ্ছে লোকজন পশুর পাশে।

কুরবানী মাহাত্ম্যকে দূরে ঠেলে,
গরু দেখে করছে অনুমান কয় কেজি হবে।
কিছু লোক ছুটাছুটি করে,
বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

গরু-ছাগল দেখে সবকিছু ঠিক হলে,
তবেই বায়না করে বেপারীদের সাথে।
তারপর ধীরস্থির হয়ে পড়ে পশু নিয়ে,
হেরে গেলো না-কি জিতে গেল এসব ভেবে।

অবশেষে গরু-ছাগল সাথে নিয়ে,
হাসিমাখা মুখে সবাই একসাথে।
কুরবানির বির্সজন ভুলে গিয়ে,
আনন্দে মেতে ওঠে বাড়ির সকলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ।
  • Beautiful.
  • সুলতান মাহমুদ ২৬/০৭/২০২০
    চমৎকার
  • বাহ চমৎকার
  • ফয়জুল মহী ২৬/০৭/২০২০
    Excellent
  • অতি চমৎকার।
 
Quantcast