কল্পনাকে ঘিরে
কল্পনাকে ঘিরে
মোঃ রায়হান কাজী
__________
মনে আছে শত আশা আজ তা বেঁধেছে বাসা।
প্রতিমুহূর্তে লুকোচুরি করে যায় নিজের অজান্তে।
যত আছে অচল স্মৃতিরেখা মনের কিনারা জুড়ে
দুলা দিয়ে যায় হৃদ গভীরে প্রানবন্ত উচ্ছ্বাসে।
যেখানে শিল্পিরা আঁকে রঙিন ছবি,
চিত্র যেথায় নিত্য সঙ্গী খুঁজে ফিরি ভাষার মানে।
সাতরঙা মেঘেরা ভেসে বেড়ায় গগনবিহারীতে,
হাজারো তারা হাতছানি দেয় আমায় দূরে থেকে।
বিশালা ভুবনে ঘাস ফুলেদের আড়ালে হারায়,
শাদার সাথে নীল আকাশকে মিলাই নির্জনে।
আমি ঘুরে বেড়ায় সুধাময়ী এই বসুন্ধরাতে,
রাত্রিদিবস মনের আক্ষেপ কিছুটা হলেও গুছাতে।
আমি স্বপ্নে হারায় সূদুর প্রান্তের নীহারিকায়,
স্বপ্নভঙ্গ নিজেকে ফিরে পাই অবচেতনের ভেসে।
মনে রয়েছে কল্পনা শত রঙিন ফুলেদের মত,
প্রজাপতি হয়ে ছুটে যেতে চাই মধু খুঁজতে।
যেখানে পরেছে আমার চরণ দুখানা সংগোপনে,
কল্পনায় সাজাইয়াছি জায়গাখানা পরম যত্নে।
আমি আমার মত থাকি সবুজের সমারোহে
স্বপ্নে আলোকচিত্র আঁকি গোধূলি বেলায় আস্তাচলে।
সরল লতার ফাঁকে জরাইয়া অঙখানা নিমিষে
যেখানে শিখর গগণ নীল দুর্গম জনহীন
বিরাজ করছে রাএি দিন একান্ত বিলাসে।
শূন্য প্রাণে দিকে তাকিয়ে শুধুই নিরবতা,
হাজারো প্রশ্নের অর্থ খুঁজে বেড়াই অস্তিরতা।
মনের রঙে আঁকা দুটি পাখা চঞ্চল আঁখি জোড়া,
সকরুণ সংগীতে বিরাজ করে শুধুই নিস্তব্ধতা।
ধূসর আঁচল এঁকে হৃদয়ের গহীন কোণে,
তাল মিলিয়ে আলোর সাথে যাই হারিয়ে।
মোঃ রায়হান কাজী
__________
মনে আছে শত আশা আজ তা বেঁধেছে বাসা।
প্রতিমুহূর্তে লুকোচুরি করে যায় নিজের অজান্তে।
যত আছে অচল স্মৃতিরেখা মনের কিনারা জুড়ে
দুলা দিয়ে যায় হৃদ গভীরে প্রানবন্ত উচ্ছ্বাসে।
যেখানে শিল্পিরা আঁকে রঙিন ছবি,
চিত্র যেথায় নিত্য সঙ্গী খুঁজে ফিরি ভাষার মানে।
সাতরঙা মেঘেরা ভেসে বেড়ায় গগনবিহারীতে,
হাজারো তারা হাতছানি দেয় আমায় দূরে থেকে।
বিশালা ভুবনে ঘাস ফুলেদের আড়ালে হারায়,
শাদার সাথে নীল আকাশকে মিলাই নির্জনে।
আমি ঘুরে বেড়ায় সুধাময়ী এই বসুন্ধরাতে,
রাত্রিদিবস মনের আক্ষেপ কিছুটা হলেও গুছাতে।
আমি স্বপ্নে হারায় সূদুর প্রান্তের নীহারিকায়,
স্বপ্নভঙ্গ নিজেকে ফিরে পাই অবচেতনের ভেসে।
মনে রয়েছে কল্পনা শত রঙিন ফুলেদের মত,
প্রজাপতি হয়ে ছুটে যেতে চাই মধু খুঁজতে।
যেখানে পরেছে আমার চরণ দুখানা সংগোপনে,
কল্পনায় সাজাইয়াছি জায়গাখানা পরম যত্নে।
আমি আমার মত থাকি সবুজের সমারোহে
স্বপ্নে আলোকচিত্র আঁকি গোধূলি বেলায় আস্তাচলে।
সরল লতার ফাঁকে জরাইয়া অঙখানা নিমিষে
যেখানে শিখর গগণ নীল দুর্গম জনহীন
বিরাজ করছে রাএি দিন একান্ত বিলাসে।
শূন্য প্রাণে দিকে তাকিয়ে শুধুই নিরবতা,
হাজারো প্রশ্নের অর্থ খুঁজে বেড়াই অস্তিরতা।
মনের রঙে আঁকা দুটি পাখা চঞ্চল আঁখি জোড়া,
সকরুণ সংগীতে বিরাজ করে শুধুই নিস্তব্ধতা।
ধূসর আঁচল এঁকে হৃদয়ের গহীন কোণে,
তাল মিলিয়ে আলোর সাথে যাই হারিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিতা মুদি ২৮/০৭/২০২০অপূর্ব লেখা
-
আনিছুল ইসলাম বিপ্লব ২৫/০৭/২০২০অসামান্য সৃজন।
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২০সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৭/২০২০অনেক ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৭/২০২০ভালো লাগলো।
-
Md. Jahangir Hossain ২৫/০৭/২০২০ভাল লাগল।
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৭/২০২০সুন্দর অভিব্যক্তি