শ্রাবণ ধারা
শ্রাবণ ধারা
মোঃ রায়হান কাজী
__________
আজি এই প্রভাতের বেলাতে,
চায় মন হারাতে শ্রাবণের ধারাতে।
তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে,
বৃষ্টির ফোঁটার সহিত আলাপে।
গল্প জমবে বুঝি প্রেম ভালোবাসাতে।
কল্পনা করি মনের মাঝে,
যদিও তুমি আছো দূর প্রান্তের কাছে।
তারপরও তোমায় আগলে
রাখতে চায় সম্পূর্ণ বাহুডোর দিয়ে জড়িয়ে।
মোঃ রায়হান কাজী
__________
আজি এই প্রভাতের বেলাতে,
চায় মন হারাতে শ্রাবণের ধারাতে।
তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে,
বৃষ্টির ফোঁটার সহিত আলাপে।
গল্প জমবে বুঝি প্রেম ভালোবাসাতে।
কল্পনা করি মনের মাঝে,
যদিও তুমি আছো দূর প্রান্তের কাছে।
তারপরও তোমায় আগলে
রাখতে চায় সম্পূর্ণ বাহুডোর দিয়ে জড়িয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিতা মুদি ২৮/০৭/২০২০Nice
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৭/২০২০বাঃ সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৭/২০২০বেশ!
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২০Very good post
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৭/২০২০অনন্য।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৭/২০২০good
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৭/২০২০সুন্দর।
-
আনিছুল ইসলাম বিপ্লব ২৪/০৭/২০২০মার্জিত ভাষায় নান্দনিক প্রকাশ। অভিনন্দন ও সম্মান জানাই ব্লগার বন্ধুকে