www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদ গভীর

হৃদগভীর
মোঃ রায়হান কাজী
__________
আমার এই ক্ষুদ্র হৃদয় দিয়ে,
দেখতে চাই বিশাল জগতটাকে।

দেখিব সবুজ ঘাস,নীল আকাশ,
হলুদ হয়ে ঝরে পড়া ঘাস।
প্রহরে উদিত হওয়া পূর্ব দিকের
রক্তিম সূর্যের আবকাশ।

দেখিব আমি সূর্যাস্ত যাওয়া,
গোধূলির নরম আবাশ।
হৈমন্তীর দিনে ঝরে পড়া পাতা,
সবুজের আগমন।

যেথায় ঝরে বৃক্ষের পাতা
জমা হয় সবুজ ঘাসের ফাঁকে।
ধানের সবুজ শীর্ষে
খেলা করে সূর্যের রশ্মি।

কৃষকের বুক ভরে ওঠে,
দারুণ ফসলের খুশিতে।
অঘ্রান দূর করে তাদের,
মন থেকে কুড়ায়ে করছে আহরণ।

তারপর খেলা করে যায়,
কিছু লুকানো বিস্ময়।
তবুও মনে দুলা দিয়ে যায়,
নতুন ফসলের হাসি।

দূর গগনে উড়ছে শঙ্কচিল,
হঠাৎ মিশে যায় কুয়াশাতে।
তবুও ভালোবাসি এ ঘ্রাণকে,
বিস্ময় জাগানো জগতটাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রদীপ কুমার ০১/০৮/২০২০
    খুব ভালো লাগলো কবি
  • চমৎকার
  • অনিতা মুদি ২৮/০৭/২০২০
    বাহ্ দারুণ
  • চমৎকার মনোমুগ্ধকর উপস্থাপনা।
  • কবি আপনার লেখনী মুগ্ধ করেছে মম তন মন প্রান
  • ফয়জুল মহী ২৪/০৭/২০২০
    অসাধারণ  দারুণ প্রকাশ । বাহ
 
Quantcast