www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শাস্তি

শাস্তি
মোঃ রায়হান কাজী
__________
আজ আমরা হয়েছি বাঁধন হারা।
ছুটাছুটি করি অজানা পথে।

না জেনেও জানি বলে করি মশকরা।
আজ বাড়ছে পাপ,কমছে পূণ্য।
এসব নিয়েই আমরা ধন্য।

যেখানেই বাড়ে অত্যাচার,
সেখানে নেমে আসে ঘোর অন্ধকার।

বিবেকটাকে দূরে ঠেলে,
আবেগটাকে সঙ্গে করে,
আমরা যাচ্ছি সামনের দিকে।

যারা মানুষ হয়েও মানুষদের উপর করে অত্যাচার,
তাদের ক্ষমা নেই এ জগতে।
যারা করেছিল মুসলমানদের উপর অত্যাচার,
আজ তারাই বাসা থেকে বাহির হতে নাহি পারে।

আজ যাচ্ছে প্রাণ অকাতরে,
ভাইরাসে আক্রান্ত হয়ে।
পাচ্ছে নাহি প্রতিষেধক,
সারাবিশ্বে ঘুরে।

যেখানে থাকতে হয়,
একা একা বন্ধি হয়ে।
এ যে ভাইরাস নয়,
যেন পাপপুণ্যর খেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোলাগা রইলো।
  • চমৎকার।
  • ফয়জুল মহী ২২/০৭/২০২০
    অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা ll
  • এম. মাহবুব মুকুল ২২/০৭/২০২০
    পাপ-পূণ্যের খেলা । দারুণ।
  • আফজাল সুয়েব ২২/০৭/২০২০
    অনিন্দ্য সুন্দর
 
Quantcast