প্রকৃতির বন্ধন
প্রকৃতির বন্ধন
মোঃ রায়হান কাজী
___________
বনলতা আর তৃণমূল অঞ্চলে,
যেথায় বিরাজ করে সৌন্দর্যের আভা।
রঙিন পাখি আর রঙিন ফুল,
মিলেমিশে আছে যেন পরিবেশের মাঝে।
যে পথে বিচরণ করে,
অসংখ্য পথের পথিক।
সৌন্দর্য ভেসে ওঠে,
তাদের চোখের মণির মাঝে।
যেথায় হেঁটে চলা পথিক আর,
ছোট ছোট ঘরবাড়ি।
সৃষ্টি করে যেন,
শিল্পির রঙিন তুলিতে আঁকা ছবি।
রাএির আকাশে ভেসে ওঠা চাঁদ,
প্রতিরাতে হাতছানি দিয়ে ডাকে।
উৎকন্ঠিত হয়ে উঠতো মৌন।
মাধুর্য ছড়ায় পুরো গগণতলে।
ঝোপঝাড় আর তরুলতা সাথে,
ঝরিয়ে আছে প্রকৃতির নিবিড় বন্ধনের মাঝে।
এ বন্ধন কভু নাহি ছাড়ি,
আকড়ে রাখি বাহু ডুরে।
মোঃ রায়হান কাজী
___________
বনলতা আর তৃণমূল অঞ্চলে,
যেথায় বিরাজ করে সৌন্দর্যের আভা।
রঙিন পাখি আর রঙিন ফুল,
মিলেমিশে আছে যেন পরিবেশের মাঝে।
যে পথে বিচরণ করে,
অসংখ্য পথের পথিক।
সৌন্দর্য ভেসে ওঠে,
তাদের চোখের মণির মাঝে।
যেথায় হেঁটে চলা পথিক আর,
ছোট ছোট ঘরবাড়ি।
সৃষ্টি করে যেন,
শিল্পির রঙিন তুলিতে আঁকা ছবি।
রাএির আকাশে ভেসে ওঠা চাঁদ,
প্রতিরাতে হাতছানি দিয়ে ডাকে।
উৎকন্ঠিত হয়ে উঠতো মৌন।
মাধুর্য ছড়ায় পুরো গগণতলে।
ঝোপঝাড় আর তরুলতা সাথে,
ঝরিয়ে আছে প্রকৃতির নিবিড় বন্ধনের মাঝে।
এ বন্ধন কভু নাহি ছাড়ি,
আকড়ে রাখি বাহু ডুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২০/০৭/২০২০চমৎকার লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৭/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ২০/০৭/২০২০সুলিখিত রচনাশৈলী।
-
মোঃ আমানুল্লাহ ফকির ২০/০৭/২০২০খুব সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৭/২০২০দারুন
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২০/০৭/২০২০ভালো, দারুন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৭/২০২০nice