চৈত্রের ঝড়
চৈত্রের ঝড়
মোঃ রায়হান কাজী
-----------------
রৌদ্রতপ্ত চৈত্রের দিনে,
ফাটল ধরে মাঠের মাঝ খানে।
কাঠফাটা রোদে কৃষক পুড়ে
আগুনের ফুলকির মতো করে।
অশান্ত দিনে উড়ছে,
যে ধুলাবালি শুষ্কতার দাপটে।
কাঁদছে যে কৃষক, হচ্ছে না ফসল,
পাচ্ছে না ঘাস তৃণভোজী প্রাণীরা।
ঝড়ের ঘূর্ণিতে খড়কুটা উড়ে চলে,
মাঠঘাট আর বাড়ির উঠানে।
টিনের চালে শব্দ তুলে
অসময়ে আসা বৃষ্টির তালে।
দূর গগণে মেঘেরা উড়ে চলে
চাঁদ ঢাকা পরে তারই আড়ালে।
ঘর্ষনের ফলে বিদ্যুৎ চমকায় দিগন্তে।
বিজলি শিখায় উজ্জল হয়ে ওঠে আলপথ।
বৃষ্টি থেমে থেমে আসে কিছুক্ষন পরপর
হিমেল হাওয়া বহে উওর দিকে।
অশান্ত মন শান্ত হয়,
চৈত্রের দাবদাহ শেষে।
নতুনভাবে সাঁজে লীলাভূমি।
প্রাণ সঞ্চার করে বৈশাখের আগমনী বার্তা।
একফোঁটা জলে গাছগাছালি সাঁজে,
কৃষক প্রাণ ফিরে পায় ফসলের মাঠে।
মোঃ রায়হান কাজী
-----------------
রৌদ্রতপ্ত চৈত্রের দিনে,
ফাটল ধরে মাঠের মাঝ খানে।
কাঠফাটা রোদে কৃষক পুড়ে
আগুনের ফুলকির মতো করে।
অশান্ত দিনে উড়ছে,
যে ধুলাবালি শুষ্কতার দাপটে।
কাঁদছে যে কৃষক, হচ্ছে না ফসল,
পাচ্ছে না ঘাস তৃণভোজী প্রাণীরা।
ঝড়ের ঘূর্ণিতে খড়কুটা উড়ে চলে,
মাঠঘাট আর বাড়ির উঠানে।
টিনের চালে শব্দ তুলে
অসময়ে আসা বৃষ্টির তালে।
দূর গগণে মেঘেরা উড়ে চলে
চাঁদ ঢাকা পরে তারই আড়ালে।
ঘর্ষনের ফলে বিদ্যুৎ চমকায় দিগন্তে।
বিজলি শিখায় উজ্জল হয়ে ওঠে আলপথ।
বৃষ্টি থেমে থেমে আসে কিছুক্ষন পরপর
হিমেল হাওয়া বহে উওর দিকে।
অশান্ত মন শান্ত হয়,
চৈত্রের দাবদাহ শেষে।
নতুনভাবে সাঁজে লীলাভূমি।
প্রাণ সঞ্চার করে বৈশাখের আগমনী বার্তা।
একফোঁটা জলে গাছগাছালি সাঁজে,
কৃষক প্রাণ ফিরে পায় ফসলের মাঠে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০খুব সুন্দর এবং মনোমুগ্ধকর উপস্থাপন অনেক ভালোলাগা রেখে গেলাম
-
এম. মাহবুব মুকুল ১৬/০৭/২০২০দারুণ ! প্রাজ্ঞল কাব্য কথায় অসাধারণ কবিতা। শুভেচ্ছা রইল।
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৬/০৭/২০২০খুব ভালো, লিখতে থাকেন।