ভাগ্য রজনী
ভাগ্য রজনী
মোঃ রায়হান কাজী
-------------------
ভাগ্য রজনীর রাত বলেই লোকে চিনে।
মহিমান্বীত শবে বরাতের এই রাত্রিকে।
সালাত আদায় করে মুসুল্লীগণ,
পাপ মোচনের উদ্দেশ্যে।
বান্দারা করে কান্নাকাটি রাতভর,
খোদা তায়ালার দরবারে।
মসজিদে মসজিদে খুৎবা দেয়,
ইমামরা এই রাতের মহত্ব সম্পর্কে।
মা-বোনেরা বিকাল হলে লেগে পড়ে,
হালুয়া রুটি আর সিন্নী রান্না করতে।
সন্ধ্যা হলেই শুরু হয় বিতরণ,
এসব খাবার গরীবদের মাঝে।
বাড়ির ছেলেরা ছুটে মসজিদে,
সালাত আদায় করবে বলে।
আজ করোনা ভাইরাসের কারণে,
লোকজন পারছেনা ঠিকমত
মসজিদে সালাত আদায় করতে।
বিশেষ এই রজনীতে মানুষ পারছেনা,
জামায়াতে ইবাদত করতে মসজিদে।
পারছেনা হালুয়া রুটি আর সিন্নী,
গরীবদের মাঝে বিলিয়ে দিতে।
হে আল্লাহ আমাদের রক্ষা কর,
মহামারীর এই মরণ থাবা থেকে।
মোঃ রায়হান কাজী
-------------------
ভাগ্য রজনীর রাত বলেই লোকে চিনে।
মহিমান্বীত শবে বরাতের এই রাত্রিকে।
সালাত আদায় করে মুসুল্লীগণ,
পাপ মোচনের উদ্দেশ্যে।
বান্দারা করে কান্নাকাটি রাতভর,
খোদা তায়ালার দরবারে।
মসজিদে মসজিদে খুৎবা দেয়,
ইমামরা এই রাতের মহত্ব সম্পর্কে।
মা-বোনেরা বিকাল হলে লেগে পড়ে,
হালুয়া রুটি আর সিন্নী রান্না করতে।
সন্ধ্যা হলেই শুরু হয় বিতরণ,
এসব খাবার গরীবদের মাঝে।
বাড়ির ছেলেরা ছুটে মসজিদে,
সালাত আদায় করবে বলে।
আজ করোনা ভাইরাসের কারণে,
লোকজন পারছেনা ঠিকমত
মসজিদে সালাত আদায় করতে।
বিশেষ এই রজনীতে মানুষ পারছেনা,
জামায়াতে ইবাদত করতে মসজিদে।
পারছেনা হালুয়া রুটি আর সিন্নী,
গরীবদের মাঝে বিলিয়ে দিতে।
হে আল্লাহ আমাদের রক্ষা কর,
মহামারীর এই মরণ থাবা থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পুষ্পিতা পাল ১৪/০৭/২০২০অসাধারণ
-
সভ্যচাষী সপ্তম ১৪/০৭/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৭/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০২০ভালো।
-
ওমর ফারুক ১৪/০৭/২০২০অসাধারণ, চমৎকার লেখনী
-
এম. মাহবুব মুকুল ১৪/০৭/২০২০দারুণ ! ভালো লেগেছে। শুভেচ্ছা রইল।
-
ফয়জুল মহী ১৪/০৭/২০২০অনন্য সুন্দর কাব্য I