স্মৃতিরেখা
স্মৃতিরেখা
মোঃ রায়হান কাজী
-------------------
জীবনে আছে যতসব অচল স্মৃতি রেখা,
অমলিন নিদ্রাহীন সর্বনাশা অঙ্গখানা।
আজও জেগে ওঠে বুকের ভিতরে,
কিছু সময় কিছু মূহুর্ত ছায়াচিত্র হয়ে।
মনের গহীনে আছে স্বপ্নের যত,
জোনাকিপোকার মতো দেয় আলো।
কল্পনায় আঁকি প্রানবন্ত চিত্র যতো,
মিলেমিশে হয়েছে ছায়াছবির পসরার মতো।
কত কথাই না লিখেছি ডাইরির পাতায়
উড়ে গেছে পুড়ে গেছে দূরের অজানায়
তবুও রয়ে গেছে রেশ স্মৃতির পাতায়।
অশ্রু ঝরে আবার হাসে সকলের তরে,
ক্রমাগত তুমি থাক নয়ন জুড়ে বৃতি ছড়িয়ে।
স্মৃতির পাতায় স্মারক হয়ে আছে এখনো
ফেলে আসা দিনের যত কথা,
জেগে ওঠে বারবার স্বপ্ন রঙিন নিরবতা।
চাওয়া পাওয়ার এই দুনিয়াতে,
সৃষ্টি করে বালুচর সমুদ্রের পাড়ে
বিশালা এই জলরাশি জুড়ে ঝড় ওঠে,
আঁচড়ে পড়ে জীবন নামক বস্তুুর তীরে।
একবার ভাসে আবার ডুবে জীবন নদীর সন্ধীক্ষণে,
অস্তনির্মিত সূর্যের মতো রক্তিম দিগন্ত জুড়ে।
মোঃ রায়হান কাজী
-------------------
জীবনে আছে যতসব অচল স্মৃতি রেখা,
অমলিন নিদ্রাহীন সর্বনাশা অঙ্গখানা।
আজও জেগে ওঠে বুকের ভিতরে,
কিছু সময় কিছু মূহুর্ত ছায়াচিত্র হয়ে।
মনের গহীনে আছে স্বপ্নের যত,
জোনাকিপোকার মতো দেয় আলো।
কল্পনায় আঁকি প্রানবন্ত চিত্র যতো,
মিলেমিশে হয়েছে ছায়াছবির পসরার মতো।
কত কথাই না লিখেছি ডাইরির পাতায়
উড়ে গেছে পুড়ে গেছে দূরের অজানায়
তবুও রয়ে গেছে রেশ স্মৃতির পাতায়।
অশ্রু ঝরে আবার হাসে সকলের তরে,
ক্রমাগত তুমি থাক নয়ন জুড়ে বৃতি ছড়িয়ে।
স্মৃতির পাতায় স্মারক হয়ে আছে এখনো
ফেলে আসা দিনের যত কথা,
জেগে ওঠে বারবার স্বপ্ন রঙিন নিরবতা।
চাওয়া পাওয়ার এই দুনিয়াতে,
সৃষ্টি করে বালুচর সমুদ্রের পাড়ে
বিশালা এই জলরাশি জুড়ে ঝড় ওঠে,
আঁচড়ে পড়ে জীবন নামক বস্তুুর তীরে।
একবার ভাসে আবার ডুবে জীবন নদীর সন্ধীক্ষণে,
অস্তনির্মিত সূর্যের মতো রক্তিম দিগন্ত জুড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পুষ্পিতা পাল ১৫/০৭/২০২০সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৭/২০২০সুন্দর উপলব্ধির উপস্থাপন।
মুগ্ধতা একরাশ প্রিয় কবি। -
ফয়জুল মহী ১৩/০৭/২০২০অনন্য অপূর্ব শব্দ বুনন ।