নিশ্বাস
নিশ্বাস
মোঃ রায়হান কাজী
-------------------
ফোঁস ফোঁস জুড়ে ওঠে জতো নিশ্বাস,
তার সাথে পাবো কী করে বিশ্বাস।
নিশ্বাসের সাথে বিশ্বাস করতে গিয়ে,
অনেকবার বিনাকারণে হয়েছি কুপোকাৎ।
রাস্তাঘাট কিংবা চায়ের দোকান,
যেখানে যাই আড্ডায় মেতে ওঠি।
তার সাথে কথার লড়াই জমে অনায়াসে,
সত্যি বা মিথ্যা তার খেয়াল রাখেনা কেউ।
কতশত আছে নীতি কথামালা,
তা মানি কী আমরা সকলক্ষেত্রে?
নাকি বলাতেই সীমাবদ্ধ আছে
মানুষজনদের মুখে মুখে আবদ্ধ হয়ে।
রঙিন এই দুনিয়াতে খেলা চলে
রাত্রি দুপুর সময়ের সাথে তাল মিলিয়ে।
তার সঙ্গে ঠকানো আর ধোঁকাবাজিটা,
যেন মিশে থাকে মানুষের আত্মার সাথে।
সময় যাচ্ছে কোলাহল বাড়ছে,
কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকভাবে হচ্ছে না।
তাইতো স্রোতের দিকে গিয়ে
আপনজনের কেও ছাড় দিচ্ছেনা।
নিশ্বাসের সাথেও বেইমানি করাটা
অভ্যাসে পরিণত হয়েছে রিতীমতো।
বিশ্বাস করবে কে কাকে তাও বুঝা যাচ্ছেনা,
তাইতো অবিশ্বাসকে সঙ্গ করাটাই একমাত্র পথ।
মোঃ রায়হান কাজী
-------------------
ফোঁস ফোঁস জুড়ে ওঠে জতো নিশ্বাস,
তার সাথে পাবো কী করে বিশ্বাস।
নিশ্বাসের সাথে বিশ্বাস করতে গিয়ে,
অনেকবার বিনাকারণে হয়েছি কুপোকাৎ।
রাস্তাঘাট কিংবা চায়ের দোকান,
যেখানে যাই আড্ডায় মেতে ওঠি।
তার সাথে কথার লড়াই জমে অনায়াসে,
সত্যি বা মিথ্যা তার খেয়াল রাখেনা কেউ।
কতশত আছে নীতি কথামালা,
তা মানি কী আমরা সকলক্ষেত্রে?
নাকি বলাতেই সীমাবদ্ধ আছে
মানুষজনদের মুখে মুখে আবদ্ধ হয়ে।
রঙিন এই দুনিয়াতে খেলা চলে
রাত্রি দুপুর সময়ের সাথে তাল মিলিয়ে।
তার সঙ্গে ঠকানো আর ধোঁকাবাজিটা,
যেন মিশে থাকে মানুষের আত্মার সাথে।
সময় যাচ্ছে কোলাহল বাড়ছে,
কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকভাবে হচ্ছে না।
তাইতো স্রোতের দিকে গিয়ে
আপনজনের কেও ছাড় দিচ্ছেনা।
নিশ্বাসের সাথেও বেইমানি করাটা
অভ্যাসে পরিণত হয়েছে রিতীমতো।
বিশ্বাস করবে কে কাকে তাও বুঝা যাচ্ছেনা,
তাইতো অবিশ্বাসকে সঙ্গ করাটাই একমাত্র পথ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীলাঞ্জন চক্রবর্তী ১৩/০৭/২০২০লেখার ভাবনাটি খুব ভালো লাগলো।
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৩/০৭/২০২০ভালো, আরো ভালো আশা করছি
-
ফয়জুল মহী ১২/০৭/২০২০ভালো লাগলো লেখাটি I