আঁকড়ে ধরা
আঁকড়ে ধরা
মোঃ রায়হান কাজী
-------------------
জানিনা কোন সে মায়ার
বাঁধনে বেঁধেছ আমায়।
তোমাকে ভেবে অজান্তে
যে হারিয়ে যাই মেঘেদের ভিরে।
নীলছে আকাশে তারাদের ভিড়ে
নীলছবি আঁকি কল্পলোকে।
দূরে থেকেও যেন,
আগলে রাখ এই আমাকে।
আশেপাশে যতসব লোকজনের
আছে আনাগোনা।
তোমাকে খুঁজে ফিরি,
তাদের মধ্যেখানে।
প্রভাত ফেরীতে যখন সূর্য হাসে,
সেই হাসিতে আমি মিলিয়ে নেই তোমাকে।
সূর্যের মিষ্টি আলো যখন, এসে পড়ে শরীরে
তোমাকে অনুভব করি সূর্যরশ্মির সাথে।
এ কোন সে ঘোর জানিনা,
কিভাবে কাটাবো মায়া তা বুঝি না?
আমি বুঝি শুধু তোমার ভালোবাসা,
পথের মাঝে সমীকরণ আঁকড়ে ধরা।
গণিতের খাতায় শেষটা,
তোমাকে নিয়েই সমীকরণ টানা।
সব হিসাব কষে,
তোমাকেই খুঁজে পাই নির্জনে।
মোঃ রায়হান কাজী
-------------------
জানিনা কোন সে মায়ার
বাঁধনে বেঁধেছ আমায়।
তোমাকে ভেবে অজান্তে
যে হারিয়ে যাই মেঘেদের ভিরে।
নীলছে আকাশে তারাদের ভিড়ে
নীলছবি আঁকি কল্পলোকে।
দূরে থেকেও যেন,
আগলে রাখ এই আমাকে।
আশেপাশে যতসব লোকজনের
আছে আনাগোনা।
তোমাকে খুঁজে ফিরি,
তাদের মধ্যেখানে।
প্রভাত ফেরীতে যখন সূর্য হাসে,
সেই হাসিতে আমি মিলিয়ে নেই তোমাকে।
সূর্যের মিষ্টি আলো যখন, এসে পড়ে শরীরে
তোমাকে অনুভব করি সূর্যরশ্মির সাথে।
এ কোন সে ঘোর জানিনা,
কিভাবে কাটাবো মায়া তা বুঝি না?
আমি বুঝি শুধু তোমার ভালোবাসা,
পথের মাঝে সমীকরণ আঁকড়ে ধরা।
গণিতের খাতায় শেষটা,
তোমাকে নিয়েই সমীকরণ টানা।
সব হিসাব কষে,
তোমাকেই খুঁজে পাই নির্জনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পুষ্পিতা পাল ১৫/০৭/২০২০
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১২/০৭/২০২০Valo,but aro subdor kobita chai.
-
ন্যান্সি দেওয়ান ১১/০৭/২০২০Nice
-
ফয়জুল মহী ১১/০৭/২০২০Excellent
সুন্দর