আড়াল
আড়াল
মোঃ রায়হান কাজী
__________
গ্রাম শহর রাস্তাঘাঁট আরো
আছে গাড়িঘোড়া আর ফুটপাত।
যেখানেই যাই কলরব শুনতে পাই,
ভিন্নভিন্ন দৃশ্যপট ভেসে ওঠে।
সত্য কিংবা মিথ্যা তাতে কী আসে যায়?
একে অপরের মাঝে রটায় অনায়াসে।
কথাগুলো ছড়িয়ে পড়ে খোলা আকাশে,
মনে হয় যেন উড়োজাহাজে করে।
যতই যাও দূরে কোথাও,
এ মিথ্যা কখনো ছাড়বে না তুমাকে।
আকড়ে ধরে রাখবে তোমায়
মিথ্যার শেকড়-বাকড়ের সাথে।
সত্য জানতে চাই, জানাতে চাই।
এমন সত্য চাইনা যার কোনো অস্তিত নাই?
সে সুযোগ পেতে চাইলে,
অনেকটা পথ হাটঁতে হবে একাকিত্বার মাঝে।
সত্য তো পর্দার আড়ালে থাকে,
মিথ্যা তো মুখে মুখে ভাসে।
এ মিথ্যা কখনো পারবেনা,
মানুষের মুখ থেকে কেড়ে নিতে।
এসবের মাঝে যদি তুমি,
সত্যিটা খুঁজে আনতে পারো।
মানুষের মধ্যে বেঁচেরবে তুমি,
বহুযুগ বহুকাল ধরে।
মোঃ রায়হান কাজী
__________
গ্রাম শহর রাস্তাঘাঁট আরো
আছে গাড়িঘোড়া আর ফুটপাত।
যেখানেই যাই কলরব শুনতে পাই,
ভিন্নভিন্ন দৃশ্যপট ভেসে ওঠে।
সত্য কিংবা মিথ্যা তাতে কী আসে যায়?
একে অপরের মাঝে রটায় অনায়াসে।
কথাগুলো ছড়িয়ে পড়ে খোলা আকাশে,
মনে হয় যেন উড়োজাহাজে করে।
যতই যাও দূরে কোথাও,
এ মিথ্যা কখনো ছাড়বে না তুমাকে।
আকড়ে ধরে রাখবে তোমায়
মিথ্যার শেকড়-বাকড়ের সাথে।
সত্য জানতে চাই, জানাতে চাই।
এমন সত্য চাইনা যার কোনো অস্তিত নাই?
সে সুযোগ পেতে চাইলে,
অনেকটা পথ হাটঁতে হবে একাকিত্বার মাঝে।
সত্য তো পর্দার আড়ালে থাকে,
মিথ্যা তো মুখে মুখে ভাসে।
এ মিথ্যা কখনো পারবেনা,
মানুষের মুখ থেকে কেড়ে নিতে।
এসবের মাঝে যদি তুমি,
সত্যিটা খুঁজে আনতে পারো।
মানুষের মধ্যে বেঁচেরবে তুমি,
বহুযুগ বহুকাল ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহাদাত শিকদার ১০/০৭/২০২০বাহ!!! খুবই ভালো লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২০দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৭/২০২০মনোমগ্ধকর।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৭/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০৯/০৭/২০২০মনোরম ও মহনীয় লেখা ll