www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাহে রামাদান

মাহে রামাদান
মোঃ রায়হান কাজী
------------------
আহলান সাহলান বছর ঘুরে
আবার এলো যে মাহে রামাদান।
পাপতাপ যত আছে আমাদের শরীরে,
ধুয়েমুছে পরিষ্কার করতে চাই সংযমের এই মাসে।

সুবে সাদিকের আগে ঘুম থেকে উঠতে হবে জেগে,
তাহাজ্জতের নামায আদায় করবো আল্লাহর দরবারে।
সাহরির খাবার খাবো রোজা রাখবো আল্লাহর নাম নিয়ে,
ফরজ নামাজ পড়বো রোজার নিয়ত করবো এক আল্লাহর তরে।

দিনভর বিরত থাকবো পানাহার থেকে,
কুরআন হাদিস পড়বো আমরা সুমধুর মিষ্টি সুরে।
অগণিত নেক আমল আদায় করার এসেছে সময় ফিরে,
সংযম সাধনার মধ্যে দিয়ে পূর্ণ করবো ইবাদতের ঝুলিটাকে।

রোজার মানে নয় যে শুধু নিজের দেহের সদকা আদায় করা,
অশ্লীল কথাবার্তা ঝগড়া বিবাদ থেকেও দূরে থাকা।
রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর যে অতিপ্রিয়,
সেই খুশিতে রাইয়ান নামক দরজা দেয় যে খুলে।।

এই মাসে তেই খোদাতায়ালা বাড়িয়ে দেয় যে ঈমানি দৃষ্টি,
রামাদানের পবিত্রতায় বাড়ে যেন মুমিনগণের কৃষ্টি।
রামাদানের এই ডাকে সাড়া দিয়ে বান্দারা সব একসাথে,
পূণ্যের সাথে শক্তি বাড়ায় ঈমানি যুদ্ধে নেক আমল করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার ।
  • সুন্দর লেখা
  • ফয়জুল মহী ০৭/০৭/২০২০
    অত্যন্ত মনোমুগ্ধকর লেখা ।
 
Quantcast