বৃষ্টির দিনে
বৃষ্টির দিনে
মোঃ রায়হান কাজী
------------------
বৃষ্টির দিনে বিষন্ন ভগ্নহৃদয়ে,
একাকিত্ব জীবনে বসে বেলকনির কাছে।
ভাবছি বসে আনমনে তোমাকে।
ভেসে আসা অঘ্রাণের সাথে।
পুকুরের জলে হাঁসগুলো,
করছে ছুটাছুটি এখান থেকে ওখানে।
বৃষ্টির ফোঁটা পড়ছে তাদের গায়ে,
দেখছি বসে দূর থেকে।
এসব দেখে গল্প সাজায় তোমায় ঘিরে।
ডুমুর ফল থেকে পড়ছে জল,
ফোঁটায় ফোঁটায় গাঁ বেয়ে।
অন্য গাছ থেকে উড়ে এসে,
পাখিটি স্নান করছে সেই জলে।
এই ছবি তুলে রাখি আজ সযতনে,
তোমায় দেবো অন্য কোনো মেঘলা দিনে।
শিয়লী ফুলের গায়ে জল পরে,
পাপড়ির নির্যাসে খোলা আকাশের নিচে।
এ দৃশ্য আঁকি বুকি করি মনের দেয়ালে।
নিস্তব্ধতার মাঝে পাখিরা কিচিরমিচির শব্দ করে,
পাশের জারুল গাছ থেকে।
অস্পষ্টার মাঝে লুকানো শূন্যতা ভাসে,
ঝাপসা প্রান্তরে উচ্ছল বাতাসে।
মোঃ রায়হান কাজী
------------------
বৃষ্টির দিনে বিষন্ন ভগ্নহৃদয়ে,
একাকিত্ব জীবনে বসে বেলকনির কাছে।
ভাবছি বসে আনমনে তোমাকে।
ভেসে আসা অঘ্রাণের সাথে।
পুকুরের জলে হাঁসগুলো,
করছে ছুটাছুটি এখান থেকে ওখানে।
বৃষ্টির ফোঁটা পড়ছে তাদের গায়ে,
দেখছি বসে দূর থেকে।
এসব দেখে গল্প সাজায় তোমায় ঘিরে।
ডুমুর ফল থেকে পড়ছে জল,
ফোঁটায় ফোঁটায় গাঁ বেয়ে।
অন্য গাছ থেকে উড়ে এসে,
পাখিটি স্নান করছে সেই জলে।
এই ছবি তুলে রাখি আজ সযতনে,
তোমায় দেবো অন্য কোনো মেঘলা দিনে।
শিয়লী ফুলের গায়ে জল পরে,
পাপড়ির নির্যাসে খোলা আকাশের নিচে।
এ দৃশ্য আঁকি বুকি করি মনের দেয়ালে।
নিস্তব্ধতার মাঝে পাখিরা কিচিরমিচির শব্দ করে,
পাশের জারুল গাছ থেকে।
অস্পষ্টার মাঝে লুকানো শূন্যতা ভাসে,
ঝাপসা প্রান্তরে উচ্ছল বাতাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৭/২০২০Beautiful
-
রেদোয়ান আহমেদ ০৪/০৭/২০২০মুগ্ধ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৭/২০২০ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৭/২০২০দারুন
-
ফয়জুল মহী ০৪/০৭/২০২০Excellent