www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাঁয়ের মানুষজন

গাঁয়ের মানুষজন
মোঃ রায়হান কাজী
-------------------
গ্রামের রাস্তাঘাট জুড়ে প্রভাত ফেরী থেকে,
লোকজনের আনাগোনা বাড়ে ধীরে ধীরে।
হাটবাজারে ভিড় জমে দোকানগুলোতে সরবে,
বিভিন্ন রকমের মানুষজনের দেখা মিলে।

বাঁকা সোজা পথে চলতে গেলে হাওয়া লাগে মনে,
গাছের ছায়ায় পরম আবেশে জুড়ে প্রাণখানি।
মায়া-মমতা দিবে বুঝি আমার বুকখানি ভরিয়ে,
ধরিয়া রাখি সযত্নে হৃদ পিঞ্জরের মধ্যে খানে।

তিনরাস্তার মোড়ে বিকালবেলা আড্ডায় জমে,
ভাব জমায় অনেকের সাথে হাসিমুখে কথা বলে।
গাঁয়ের পুলাপাইনদের সাথে একত্রে একযোগে,
মিতালী জমায় আম গাছটার নিচে বসে।

নরম আলোতে চুম্বন আঁকি আদর মাখিয়ে,
সবুজ ঘাসে দের ফাঁকে মুঠোবন্দি করি নিজেকে।
লতাপাতা পুষ্প কুড়িয়ে পল্লবিত সমস্ত ভাবনাগুলো
একসাথে করে সাজিয়ে দিবো আজ মনের আকাশে।.
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০২/০৭/২০২০
    চমৎকার! ভীষণ ভালো লাগলো ll
  • ভালো
 
Quantcast