www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আমার গতিপথ

তোমার আমার গতিপথ
মোঃ রায়হান কাজী
----------------------
তোমাকে আমি খুঁজে ফিরি,
শত রুপে শতবার এই পথের ধারে।
কত শুনি প্রাচীন গল্প কথা,
অনেক প্রেমের ব্যথা নির্জনে।
তা আজ আছে প্রবাহমান,
দূরবর্তী প্রান্তে তরুণ প্রজন্মের অনিবার।
দূর অতীতে মনে পড়েনা,
অতি পুরনো বিরহমিলনকথা।

কতশত প্রাণে প্রেমের সঞ্চার জাগে,
যুগলপ্রেমের স্রোতে অনাদিকালে৷
তোমার স্মৃতিময়ী বিরহমধুর লাজে,
আজ আবার জেগে ওঠে নতুনত্বের সাথে।
হ্নদয়ের গহীন কোণে আলোড়ন তুলেছিল,
সেই দেখা অবেলাতে তোমাকে খুঁজে।
প্রথম দেখাতেই মিশেছিলে আমার অন্তরে,
আজও স্মৃতিরেখা হয়ে আছে এই বুকে।

তখন ছিল বিকালবেলা,
কিছুক্ষণ পরে নামবে গোধূলি বেলা।
ভাবিনি কখনো আসবে তুমি,
এই অসময়ে আমাকে রাঙাতে।
চারদিকে কমছিল নিস্তব্ধতা,
তুমি ছিলে বিদ্যমান সবার মাঝে।
তখন বুঝিনি আমার জীবনের,
গতিপথ পাল্টাবে এই নীরে এসে।

এমনভাবে প্রকাশ পাবে তুমি,
উতালপাতাল বাতাসের তীব্র গতিকে পেরিয়ে।
বুকে যেন স্পন্দন কম্পিত হয়,
শব্দের সাথে তালমিলিয়ে এই প্রান্তে এসে।
মনের মধ্যেখানে আছে যত দ্বার,
সবগুলো খুলে গেছে ঝড়ের সাথে।
বুঝিনি তখন তুমি আসবে, জায়গা করে নিবে,
ক্ষুদ্র এই হ্নদয়ে পিঞ্জরের মাঝে চিরতরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মহিউদ্দিন রমজান ৩০/০৬/২০২০
    সুন্দর হয়েছে
  • এম. মাহবুব মুকুল ৩০/০৬/২০২০
    অসাধারণ কবিতা। শুভেচ্ছা রইল।
  • কুমারেশ সরদার ৩০/০৬/২০২০
    চমৎকার
  • দারুন
  • ফয়জুল মহী ৩০/০৬/২০২০
    অপরূপ ভাবনা ।
  • পি পি আলী আকবর ৩০/০৬/২০২০
    ভালো
 
Quantcast