চেয়ে নিবো মুহূর্ত
চেয়ে নিবো মুহুর্ত
মোঃ রায়হান কাজী
------------------
কোনো একদিন আমি তোমার কাছ থেকে
চেয়ে নিবো কিছুটা মূহুর্ত একসাথে কাটানোর জন্য।
সন্ধ্যার আকাশের নিচে প্রদীপ জ্বেলে,
তোমার আগমনী বার্তা চারদিকে ছড়িয়ে দেবো আমি।
গাছগুলোর পাতা নড়ে ঘূর্ণি হাওয়ার সাথে,
তোমার সাথে গল্প করি পূর্ণিমার রাতে সংগোপনে।
গ্রহ-নক্ষত্র তারকাপুঞ্জ একসাথে উঠবে জেগে,
দূর থেকে তাদের হাসি আমি দেখাবো তোমাকে।
প্রভাত ফেরিতে শাড়ি পড়ে বের হবে তুমি আমার সাথে,
সূর্য উদয় দেখবো দুজন নির্জনে বট বৃক্ষের নিচে বসে।
নদীর পাশ দিয়ে হেঁটে যাবো তোমায় নিয়ে,
সকালের মনোমুগ্ধকর দৃশ্য আঁকবো দুজনে একসাথে।
সাতরঙা রামধনু সাঁজে দূর গগণে,
সেখান থেকে রঙ এনে সাজিয়ে দিবো তোমাকে।
সকালের সোনা রৌদ্র এসে পড়বে তোমার মুখে,
কাঁচামিটে আলো গায়ে মাখাবো পরম আবেশে।
তোমার হাসি ছড়িয়ে পড়বে প্রকৃতি জুড়ে,
ফুল ফুটবে তোমার হাসির সাথে একাকার হয়ে।
বিলের ধারে সাদা বকেরা নরম পাখা মেলে উড়ে,
কন্যা তোমার শাড়ির পাড়ে লোকাবো এই সময়টাকে।
মেঘের গায়ে ঘর্ষণ লাগে বিজলি চমকায় দিগন্তে,
নীলাম্বরীর ছাড়ায় জড়িয়ে দিবো তুকে।
মেয়ে একটুখানি দাঁড়াও দেখি আজ,
অমন হাসি খানিকটা ধরে রাখি মৌনে।
আজ তেমার মুখে ফুটাইব হাসি,
আঁধারের বুকে তারা জ্বলে লোকালয়ে।
কোন সে সুরের সাথে দোলাবো তবনিশ্বাসে,
জড়িয়ে রাখবো বাহুর বাঁধনে তোমাকে।
মোঃ রায়হান কাজী
------------------
কোনো একদিন আমি তোমার কাছ থেকে
চেয়ে নিবো কিছুটা মূহুর্ত একসাথে কাটানোর জন্য।
সন্ধ্যার আকাশের নিচে প্রদীপ জ্বেলে,
তোমার আগমনী বার্তা চারদিকে ছড়িয়ে দেবো আমি।
গাছগুলোর পাতা নড়ে ঘূর্ণি হাওয়ার সাথে,
তোমার সাথে গল্প করি পূর্ণিমার রাতে সংগোপনে।
গ্রহ-নক্ষত্র তারকাপুঞ্জ একসাথে উঠবে জেগে,
দূর থেকে তাদের হাসি আমি দেখাবো তোমাকে।
প্রভাত ফেরিতে শাড়ি পড়ে বের হবে তুমি আমার সাথে,
সূর্য উদয় দেখবো দুজন নির্জনে বট বৃক্ষের নিচে বসে।
নদীর পাশ দিয়ে হেঁটে যাবো তোমায় নিয়ে,
সকালের মনোমুগ্ধকর দৃশ্য আঁকবো দুজনে একসাথে।
সাতরঙা রামধনু সাঁজে দূর গগণে,
সেখান থেকে রঙ এনে সাজিয়ে দিবো তোমাকে।
সকালের সোনা রৌদ্র এসে পড়বে তোমার মুখে,
কাঁচামিটে আলো গায়ে মাখাবো পরম আবেশে।
তোমার হাসি ছড়িয়ে পড়বে প্রকৃতি জুড়ে,
ফুল ফুটবে তোমার হাসির সাথে একাকার হয়ে।
বিলের ধারে সাদা বকেরা নরম পাখা মেলে উড়ে,
কন্যা তোমার শাড়ির পাড়ে লোকাবো এই সময়টাকে।
মেঘের গায়ে ঘর্ষণ লাগে বিজলি চমকায় দিগন্তে,
নীলাম্বরীর ছাড়ায় জড়িয়ে দিবো তুকে।
মেয়ে একটুখানি দাঁড়াও দেখি আজ,
অমন হাসি খানিকটা ধরে রাখি মৌনে।
আজ তেমার মুখে ফুটাইব হাসি,
আঁধারের বুকে তারা জ্বলে লোকালয়ে।
কোন সে সুরের সাথে দোলাবো তবনিশ্বাসে,
জড়িয়ে রাখবো বাহুর বাঁধনে তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২০সুনিপুণ ও বস্তুনিষ্ঠ প্রকাশ।I
-
পি পি আলী আকবর ৩০/০৬/২০২০ভালোই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৬/২০২০দারুণ লিখেছেন প্রিয় কবি।