www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তরঙ্গিণী

তরঙ্গিণী
মোঃ রায়হান কাজী
-------------------
অনাদিকাল এ পথে চলতে গিয়ে,
তোমার সাথে দেখা মিলে চেনা প্রান্তরে।
সুসৌরভে পুলকিত হয় ওঠে আমার মন,
বিমুগ্ধ অন্তরে স্বপনদুয়ার খুলে মধুপূর্ণ করি।

কতশত বিকাল কাটিয়েছি একাকী নিরিবিলিতে?
এইরূপ মুহূর্ত উপভোগ করবো তা ভাবিনি।
ফড়িং দলের সঙ্গে করে দূর আকাশে ভেসে,
আমি যেন তোমায় ছুঁই আলতো স্পর্শে বাতাসে।

নিরখি নয়ন দুখান খুলে দিব ঝড়ের সাথে,
তুমি আসবে অপরিচিতা তরঙ্গিণীর ভেসে।
তবে আজ কোথায় আছো তরঙ্গিণী?
কেনইবা খেলা কর তরঙ্গ রং নিয়ে আমার হৃদপিণ্ডে?

তরুণী তুমি করিয়াছ তরুণের হৃদয় হরণ,
তবে আজ কেন দূরপ্রান্তের কাছে দাঁড়িয়ে?
কোথায় সেই দ্রুতগামী নীর বর্তমান?
যা অতিক্রম করে ছুটে আসবো আমি তোমার কাছে।

সম্বন্ধ বন্ধন যা আছে বদ্ধ অনিবার,
চড়িয়া আত্মমন কৌতূহলে ভর করে।
প্রেমসিন্ধু জলে স্নানের বাহানাতে,
অন্বেষণ ভ্রমি সময়ের বিবর্তনে।

সে আশাতেই সুনিশ্চিত সর্বক্ষণ,
বিরাজ করো তুমি তরঙ্গ রূপে পরিপূর্ণ হয়ে।
স্থির রয়েছে তোমার মাঝে তরঙ্গ ভয়,
না জানি হারায় নিমিষে দিগন্তের কাছে গিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৯/০৬/২০২০
    কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা
 
Quantcast