ঝংকার
ঝংকার
মোঃ রায়হান কাজী
--------------------
জগৎ জুড়ে নয়নদুটি মেলে এই পথে,
প্রকৃতির মাঝে বিচরণ করবো তোমাকে নিয়ে।
আকাশে বাতাস বহে মুক্ত পরিবেশ জুড়ে,
জলের কিনারা দিয়ে চলে আসি আলোর কাছে।
বুকের বামপাশে বাজলো ধ্বনি নীরবে,
গানের সুরের সাথে মন-প্রাণ উজাড় করে।
প্রেমাভিসারে ডেকেছি তোমায় বারেবারে,
ক্ষণিকের আভা হানে তিমির রাত্রিকালে।
নিবিড়ভাবে কত দূর থেকে জানিনা?
সব গানগুলো একসঙ্গে এসে মিলে এই পথে।
আজ মনে মধুর হাওয়া বহে হৃদয়ে,
ভেসে যেতে চায় মন সবকিছু ফেলে তোমার কাছে।
এই নির্মল রঙিন স্পর্শে স্বতঃস্ফূর্ত ভাবে,
নতুন কুঞ্জের ডালা সাজিয়ে দিবো তোমাকে।
হাসিঢালা গুঞ্জরতান উঠবে তোমার মুখে,
আমি দেখবো তা অপলক দৃষ্টিতে তাকিয়ে।
সোনালী আলো সাথে মন্দমধুর ঝংকারে,
দৃশ্যমান হবে তুমি অপরিচিতা আমার মনে।
নৌকার পালে হাওয়া লাগে আনন্দ উল্লাসে,
নদীর স্রোতসংগীতের সাথে সুর মিশাই অন্তরে।
মোঃ রায়হান কাজী
--------------------
জগৎ জুড়ে নয়নদুটি মেলে এই পথে,
প্রকৃতির মাঝে বিচরণ করবো তোমাকে নিয়ে।
আকাশে বাতাস বহে মুক্ত পরিবেশ জুড়ে,
জলের কিনারা দিয়ে চলে আসি আলোর কাছে।
বুকের বামপাশে বাজলো ধ্বনি নীরবে,
গানের সুরের সাথে মন-প্রাণ উজাড় করে।
প্রেমাভিসারে ডেকেছি তোমায় বারেবারে,
ক্ষণিকের আভা হানে তিমির রাত্রিকালে।
নিবিড়ভাবে কত দূর থেকে জানিনা?
সব গানগুলো একসঙ্গে এসে মিলে এই পথে।
আজ মনে মধুর হাওয়া বহে হৃদয়ে,
ভেসে যেতে চায় মন সবকিছু ফেলে তোমার কাছে।
এই নির্মল রঙিন স্পর্শে স্বতঃস্ফূর্ত ভাবে,
নতুন কুঞ্জের ডালা সাজিয়ে দিবো তোমাকে।
হাসিঢালা গুঞ্জরতান উঠবে তোমার মুখে,
আমি দেখবো তা অপলক দৃষ্টিতে তাকিয়ে।
সোনালী আলো সাথে মন্দমধুর ঝংকারে,
দৃশ্যমান হবে তুমি অপরিচিতা আমার মনে।
নৌকার পালে হাওয়া লাগে আনন্দ উল্লাসে,
নদীর স্রোতসংগীতের সাথে সুর মিশাই অন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৬/২০২০ভালো।
-
এম. মাহবুব মুকুল ২৭/০৬/২০২০শেষ প্যারা দারুণ !
শুভেচ্ছা রইল। -
কে এম শাহ্ রিয়ার ২৭/০৬/২০২০খুব ভালো লাগলো!
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২০একরাশ মুগ্ধতা । একরাশ ভালো লাগার ভালোবাসা ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০খুবই উপভোগ্য।