ধরনীর বুকে বিস্মিত আমি
ধরনীর বুকে বিস্মিত আমি
মোঃ রায়হান কাজী
---------------------
ধরনীর বুকে বিস্মিত আমি,
মলিন অহংকারীদের দেখে।
গায়ে ধুলোপড়ে অসময়ে,
মিথ্যা কথা রটানোর কারণে।
অনেক দাগে তপ্ত হৃদয়,
সহ্য করা ভার দাঁড় বাইতে।
আশা জাগে প্রাণে সঞ্চিত,
স্নান করে আসি বৃষ্টিতে।
ধুয়েমুছে পরিপাটি করি
নিজেকে মানিয়ে নিতে।
আজও লোকচুরি খেলা খেলে,
এই প্রান্তে দাগ কাঁটিয়ে যায়।
বিরহ জাগে খুঁনসুটিতে
ভেবে না পাই মনের কিনারা ঘিরে।
আনন্দ উল্লাসে কিসের ছলে,
প্রাণ দিচ্ছে রাঙিয়ে রাখীর ডোরে।
গাঁথতে হবে পুষ্পের হার,
চলে আয় সময় নেই যে বেশি আর।
মোঃ রায়হান কাজী
---------------------
ধরনীর বুকে বিস্মিত আমি,
মলিন অহংকারীদের দেখে।
গায়ে ধুলোপড়ে অসময়ে,
মিথ্যা কথা রটানোর কারণে।
অনেক দাগে তপ্ত হৃদয়,
সহ্য করা ভার দাঁড় বাইতে।
আশা জাগে প্রাণে সঞ্চিত,
স্নান করে আসি বৃষ্টিতে।
ধুয়েমুছে পরিপাটি করি
নিজেকে মানিয়ে নিতে।
আজও লোকচুরি খেলা খেলে,
এই প্রান্তে দাগ কাঁটিয়ে যায়।
বিরহ জাগে খুঁনসুটিতে
ভেবে না পাই মনের কিনারা ঘিরে।
আনন্দ উল্লাসে কিসের ছলে,
প্রাণ দিচ্ছে রাঙিয়ে রাখীর ডোরে।
গাঁথতে হবে পুষ্পের হার,
চলে আয় সময় নেই যে বেশি আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ২১/০৬/২০২০সাধু! সাধু!
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০মুগ্ধতা নিয়ে পড়লাম, ভালো লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২০ভালো।