বিজন প্রান্তের ধারে
বিজন প্রান্তের ধারে
মোঃ রায়হান কাজী
--------------------
আমার বুক জুড়িয়া
তরঙ্গ ঝর ওঠে অহর্নিশি।
কাশফুলের সহিত মন ভাসে,
কোন সে হাওয়াতে এঁকেবেঁকে।
হৃদয়ে আজ নৃত্য ছুটে,
মেঘের আনাগোনা বাড়ে গগণে।
মন হারায় কোথায় জানিনা,
কার অন্তর করবো হরণ তা বুঝিনা?
হৃদ মাজারে ঝর তুলে অনবরতভাবে
প্রেমের কথা বলে মনপ্রাণ উজার করে।
ধরনীতে জলধারার কলস্বরে,
অপরিচিতাকে ডাকি নির্জনে।
ওরে প্রেম নদীতে উঠছে ঝর,
বইছে হাওয়া ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে।
জানিনা আর ফিরবে কিনা,
দেখা হবে কী তোমার সাথে।
বিজন প্রান্তের ধারে
কমেছে তোমার আনাগোনা।
পল্লবদলে আষাঢ় ধারায়
বিরহ ওঠেছে হিয়ার মাঝে।
মোঃ রায়হান কাজী
--------------------
আমার বুক জুড়িয়া
তরঙ্গ ঝর ওঠে অহর্নিশি।
কাশফুলের সহিত মন ভাসে,
কোন সে হাওয়াতে এঁকেবেঁকে।
হৃদয়ে আজ নৃত্য ছুটে,
মেঘের আনাগোনা বাড়ে গগণে।
মন হারায় কোথায় জানিনা,
কার অন্তর করবো হরণ তা বুঝিনা?
হৃদ মাজারে ঝর তুলে অনবরতভাবে
প্রেমের কথা বলে মনপ্রাণ উজার করে।
ধরনীতে জলধারার কলস্বরে,
অপরিচিতাকে ডাকি নির্জনে।
ওরে প্রেম নদীতে উঠছে ঝর,
বইছে হাওয়া ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে।
জানিনা আর ফিরবে কিনা,
দেখা হবে কী তোমার সাথে।
বিজন প্রান্তের ধারে
কমেছে তোমার আনাগোনা।
পল্লবদলে আষাঢ় ধারায়
বিরহ ওঠেছে হিয়ার মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৬/২০২০সুন্দর অনুভূতি।
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৯/০৬/২০২০অসাধারন প্রকাশ । লিখাই মুগ্ধতা ছড়ালেন ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৬/২০২০অসাধারন
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৬/২০২০সুন্দর অনুভবে লেখা।
-
ফয়জুল মহী ১৯/০৬/২০২০অসাধারণ উপস্থাপন ।
-
সঞ্জয় শর্মা ১৯/০৬/২০২০অবশ্যই দেখা হবে কবি
এমন আকুল চাওয়া
ব্যর্থ হবে না ।
অনবদ্য কবিতা
প্রিয় কবি ।