গুঞ্জরতান অলককোণে
গুঞ্জরতান অলককোণে
মোঃ রায়হান কাজী
-----------------------
গায়ে লাগে মন্দ মধুর হাওয়া,
দেখি নাই তরুণীর বাওয়া৷
ভেসে যেতে চায় মন ক্ষণে ক্ষণে,
দখিনা বাতাসের সাথে পুলকে ছুটিয়া।
ফেলে যেতে চায় মনপ্রাণ ছুড়িয়া,
সব চাওয়া পাওয়া একত্রে করিয়া।
ছিন্ন মেঘের আনাগোনা বাড়ে,
ঝর ঝর বৃষ্টির ফোঁটা পড়ে।
হাসিকান্নার সুরে আজি এই যন্ত্র,
জানিনা কী হলে হবে মন্ত্র।
শুভ্র পুষ্পের সহিত আলাপে,
তোমাকে দিবো ডালা বাঁধিয়ে।
আলো ঝলমলে ধৌত শ্যামল পরিবেশে,
নির্মল নীল পথে একসাথে চলাতে।
গুঞ্জরতান তুলিবে চরণমূলে,
হাসিঢালা মৃদু ঝংকারে।
ভাবনাগুলো সব অলককোণে,
অন্ধকারে আলো জ্বালিয়ে আঁধারে।
মোঃ রায়হান কাজী
-----------------------
গায়ে লাগে মন্দ মধুর হাওয়া,
দেখি নাই তরুণীর বাওয়া৷
ভেসে যেতে চায় মন ক্ষণে ক্ষণে,
দখিনা বাতাসের সাথে পুলকে ছুটিয়া।
ফেলে যেতে চায় মনপ্রাণ ছুড়িয়া,
সব চাওয়া পাওয়া একত্রে করিয়া।
ছিন্ন মেঘের আনাগোনা বাড়ে,
ঝর ঝর বৃষ্টির ফোঁটা পড়ে।
হাসিকান্নার সুরে আজি এই যন্ত্র,
জানিনা কী হলে হবে মন্ত্র।
শুভ্র পুষ্পের সহিত আলাপে,
তোমাকে দিবো ডালা বাঁধিয়ে।
আলো ঝলমলে ধৌত শ্যামল পরিবেশে,
নির্মল নীল পথে একসাথে চলাতে।
গুঞ্জরতান তুলিবে চরণমূলে,
হাসিঢালা মৃদু ঝংকারে।
ভাবনাগুলো সব অলককোণে,
অন্ধকারে আলো জ্বালিয়ে আঁধারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৬/২০২০অপূর্ব কবিতা।
-
ইতি হালদার ১৯/০৬/২০২০অসাধারণ.........
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৯/০৬/২০২০সবসময় সুন্দর লিখে জাবেন এই প্রত্যাশা । ভালোবাসা জানবেন কবি।
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৬/২০২০প্রকৃতির ছোঁয়ায় সুন্দর কবিতা।
-
মোঃ মাসুদার রহমান (মাসুদ) ১৯/০৬/২০২০very good
-
মোঃ মাসুদার রহমান (মাসুদ) ১৯/০৬/২০২০নাইচ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৬/২০২০সুন্দর।
-
সঞ্জয় শর্মা ১৮/০৬/২০২০মুগ্ধতায় হৃদয়ে দখিনা বাতাস বয়ে গেল যেন...
খুব ভালো লাগলো । -
ফয়জুল মহী ১৮/০৬/২০২০সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা।