অপেক্ষায় রইলাম
অপেক্ষায় রইলাম
মোঃ রায়হান কাজী
---------------------
আমার সমস্থ ভাবনা গুলোকে একত্রে করে,
শহরের রাস্তাগুলোতে হাঁটতে গিয়ে উপলব্ধি বাড়ে।
আত্মাকে স্পর্শ করে স্বতঃস্ফূর্ত ভাবে,
নিমজ্জিত হয়ে বোধশক্তি গভীর প্রাণে।
চিরচেনা গলির মোড়ে কিংবা হাটবাজারে,
লোকজনদের আনাগোনা বড্ড কম চোখে পড়ে।
আমার সমস্ত বোধ নতুন করে আবিষ্কার করি,
স্মৃতিবিজড়িত পুরাতন দিনগুলো ভেবে।
চেনা শব্দটি ক্রমাগত উচ্চারিত হয় আজ,
মনে মনে জানিনা কেনই বা মোহের মত করে,
শব্দটি বারবার ফিরে আসে অজানা মন্ত্রের মাঝে।
বুকের ভিতর আঁকড়ে ছিল যন্ত্রণাক্ত মন্ত্রটি যে।
মুগ্ধমূর্খচোখে ব্যর্থ ব্যক্তিদের মতো করে,
তাকিয়ে দেখি হঠাৎ ঝড়ে ধ্বংসাত্মক শহরটির দিকে।
যেন শূণ্যতায় বিরাজ করে আজ প্রতিটি প্রাণে,
জানা ভয়ে কোনঠাসা হয়ে আছে সবাই বাসাবাড়িতে।
অপেক্ষায় রইলাম জীবিত মৃতের এই খেলাকে নিয়ে,
ঝাপিয়ে আসবে একদিন ঠিকই জয়ধ্বনি সবার মাঝে।
আসবে আবার ফিরে রৌদ্রজ্জল দিন হাসিমুখে,
সবাই একসাথে এগিয়ে নিতে নড়বড়ে দেশটাকে।
মোঃ রায়হান কাজী
---------------------
আমার সমস্থ ভাবনা গুলোকে একত্রে করে,
শহরের রাস্তাগুলোতে হাঁটতে গিয়ে উপলব্ধি বাড়ে।
আত্মাকে স্পর্শ করে স্বতঃস্ফূর্ত ভাবে,
নিমজ্জিত হয়ে বোধশক্তি গভীর প্রাণে।
চিরচেনা গলির মোড়ে কিংবা হাটবাজারে,
লোকজনদের আনাগোনা বড্ড কম চোখে পড়ে।
আমার সমস্ত বোধ নতুন করে আবিষ্কার করি,
স্মৃতিবিজড়িত পুরাতন দিনগুলো ভেবে।
চেনা শব্দটি ক্রমাগত উচ্চারিত হয় আজ,
মনে মনে জানিনা কেনই বা মোহের মত করে,
শব্দটি বারবার ফিরে আসে অজানা মন্ত্রের মাঝে।
বুকের ভিতর আঁকড়ে ছিল যন্ত্রণাক্ত মন্ত্রটি যে।
মুগ্ধমূর্খচোখে ব্যর্থ ব্যক্তিদের মতো করে,
তাকিয়ে দেখি হঠাৎ ঝড়ে ধ্বংসাত্মক শহরটির দিকে।
যেন শূণ্যতায় বিরাজ করে আজ প্রতিটি প্রাণে,
জানা ভয়ে কোনঠাসা হয়ে আছে সবাই বাসাবাড়িতে।
অপেক্ষায় রইলাম জীবিত মৃতের এই খেলাকে নিয়ে,
ঝাপিয়ে আসবে একদিন ঠিকই জয়ধ্বনি সবার মাঝে।
আসবে আবার ফিরে রৌদ্রজ্জল দিন হাসিমুখে,
সবাই একসাথে এগিয়ে নিতে নড়বড়ে দেশটাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১০/২০২৩নাইস
-
পি পি আলী আকবর ১৮/০৬/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২০চমৎকার উপস্থাপন l
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৬/২০২০অপূর্ব
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৭/০৬/২০২০চমৎকার লাগলো
-
সঞ্জয় শর্মা ১৭/০৬/২০২০দারুণ লাগলো প্রিয় কবি...
সবাই একসাথে এগিয়ে আসুক
সাম্যের সমাজ সৃষ্টিতে ।
শুভ কামনা রইলো....