সন্দেহ
সন্দেহ
মোঃ রায়হান কাজী
------------------
মনের বাহুডোরে আজ নব্যতার সাথে,
আমি নই সব্য তোমার পৃথিবীতে।
ভদ্র হয়েও অভদ্র আমি যখন সবার কাছে,
কথা বলি হাসিমুখে উজ্জীবিত ধরণীর তলে।
কথা যখন হবে তোমাতে আমাতে,
সব কুয়াশা কাটবে আশা করি অচিরে।
আধুনিক রীতিটাকেই মেনে মাঝে মাঝে,
কাপড়চোপড়ে বখাটে ভাবে লোকজনে।
কথা যখন বলি লোকসমাগমে,
সন্দেহ যায় চুকে সবার মন থেকে।
এররও রক্ষা মেলেনা শেষে মিথ্যার কাছে,
জলাঞ্জলি দিতে হয় মানসম্মত রাস্তাঘাটে।
সব হিসাব নিকাশ কষে অত্মসম্মানের ভয়ে,
মাথা উঁচু করে, চুপ করে চলে আসি নীরে।
মনস্থির করি নির্জনে বস্তু অবস্তুর ভিড়ে,
ডাইরি পাতাখানা পড়ে থাকে এককোণে।
তবুও গল্প সাজায় তোমাকে নিয়ে,
রামধনুর সাতরঙা সাঁজে নতুন সূচকের মাঝে।
অদ্ভুত এই ধরনীর বুকে বিচিত্র দৃশ্যের সাথে,
প্রায়শই দেখা মিলে চেনা অচেনা প্রান্তের কাছে।
মোঃ রায়হান কাজী
------------------
মনের বাহুডোরে আজ নব্যতার সাথে,
আমি নই সব্য তোমার পৃথিবীতে।
ভদ্র হয়েও অভদ্র আমি যখন সবার কাছে,
কথা বলি হাসিমুখে উজ্জীবিত ধরণীর তলে।
কথা যখন হবে তোমাতে আমাতে,
সব কুয়াশা কাটবে আশা করি অচিরে।
আধুনিক রীতিটাকেই মেনে মাঝে মাঝে,
কাপড়চোপড়ে বখাটে ভাবে লোকজনে।
কথা যখন বলি লোকসমাগমে,
সন্দেহ যায় চুকে সবার মন থেকে।
এররও রক্ষা মেলেনা শেষে মিথ্যার কাছে,
জলাঞ্জলি দিতে হয় মানসম্মত রাস্তাঘাটে।
সব হিসাব নিকাশ কষে অত্মসম্মানের ভয়ে,
মাথা উঁচু করে, চুপ করে চলে আসি নীরে।
মনস্থির করি নির্জনে বস্তু অবস্তুর ভিড়ে,
ডাইরি পাতাখানা পড়ে থাকে এককোণে।
তবুও গল্প সাজায় তোমাকে নিয়ে,
রামধনুর সাতরঙা সাঁজে নতুন সূচকের মাঝে।
অদ্ভুত এই ধরনীর বুকে বিচিত্র দৃশ্যের সাথে,
প্রায়শই দেখা মিলে চেনা অচেনা প্রান্তের কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ১৪/০৬/২০২০সুন্দর লেখনী!
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০অনবদ্য উপস্থাপন।
-
গাজী মোহাম্মদ শাহাদাত ১৩/০৬/২০২০সুন্দর লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০সন্দেহ থাকলে মনে,
থাকতে হয় বনে বনে। -
ফয়জুল মহী ১৩/০৬/২০২০শ্রুতিমধুর লেখা।
-
সঞ্জয় শর্মা ১৩/০৬/২০২০দারুণ কবিতা।
শুভেচ্ছা রইল প্রিয় কবি। -
গোলাম কিবরিয়া সৌখিন ১৩/০৬/২০২০এ যেনো জীবন থেকে নেয়া। ভালোবাসা জানবেন কবি।