শূন্যতায় ভাসি
শূন্যতায় ভাসি
মোঃ রায়হান কাজী
-------------------
ভালোবাসা ভালো লাগা হারিয়ে ফেলেছি।
আমি ভাসি শূন্যতায় ভর করে।
আজ আমরা বাঁচি,আমরা হাসি।
শূন্য তাকে ঘিরে।
হয়তোবা দূর গগন তলে,
কিংবা সমুদ্রের অতুল গভীরতায়।
আমি আছি আমার মতো,
আমি আছি গভীর স্তব্ধতায়।
আমি হাসি আমি বাঁচি,
নিজের মতো।
নিজেকে দেখি, নিজেকে জানি।
নিজের মতো করে।
নিজেকে খুঁজে ফিরি,
অচেনা অজানা জায়গায়।
খুঁজে বাহির করতে চাই,
নিজের মধ্যে থাকা মনুষ্যত্বকে।
বিলিয়ে দিতে চাই,
নিজের মানবতাকে।
আঁকড়ে ধরতে চাই,
নিজের শিকড়কে।
ঘুরে দেখতে চাই,
জগতের মাঝে লুকিয়ে থাকা অমানুষিকতাকে।
জাগ্রত করতে চাই,
মানুষের বিবেক কে।
দেখাতে চাই মানবতাকে।
যদি মানবতাকে জাগ্রত করতে না পারি,
তবে হারিয়ে যেতে চাই শূন্যতারি মাঝে।
মোঃ রায়হান কাজী
-------------------
ভালোবাসা ভালো লাগা হারিয়ে ফেলেছি।
আমি ভাসি শূন্যতায় ভর করে।
আজ আমরা বাঁচি,আমরা হাসি।
শূন্য তাকে ঘিরে।
হয়তোবা দূর গগন তলে,
কিংবা সমুদ্রের অতুল গভীরতায়।
আমি আছি আমার মতো,
আমি আছি গভীর স্তব্ধতায়।
আমি হাসি আমি বাঁচি,
নিজের মতো।
নিজেকে দেখি, নিজেকে জানি।
নিজের মতো করে।
নিজেকে খুঁজে ফিরি,
অচেনা অজানা জায়গায়।
খুঁজে বাহির করতে চাই,
নিজের মধ্যে থাকা মনুষ্যত্বকে।
বিলিয়ে দিতে চাই,
নিজের মানবতাকে।
আঁকড়ে ধরতে চাই,
নিজের শিকড়কে।
ঘুরে দেখতে চাই,
জগতের মাঝে লুকিয়ে থাকা অমানুষিকতাকে।
জাগ্রত করতে চাই,
মানুষের বিবেক কে।
দেখাতে চাই মানবতাকে।
যদি মানবতাকে জাগ্রত করতে না পারি,
তবে হারিয়ে যেতে চাই শূন্যতারি মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৬/২০২৪নাইস
-
ফয়জুল মহী ১২/০৬/২০২০ভীষণ ভালো লাগলো লেখা ll
-
গোলাম কিবরিয়া সৌখিন ১২/০৬/২০২০বেশ ভালো লাগলো। শুভকামনা সবসময়
-
কুমারেশ সরদার ১২/০৬/২০২০চমৎকার