অবগুণ্ঠিত হৃদয়
অবগুন্ঠিত হৃদয়
মোঃ রায়হান কাজী
----------------------
অবগুন্ঠিত কুন্ঠিত জীবনের মাঝে ,
বিড়ম্বনা বাড়ে তোমার কাছে এসেও না আসাতে।
হৃদয়দল বাহিরভূবনে দরজা খুলিয়া,
অপেক্ষায় আছি তোমার আবার ফিরে আসাতে।
সংগীত মুখরিত ভুবনে ধ্বনি বাজে বুক পিঞ্জরে,
আজি জাগ্রত দ্বারে তোমায় খুঁজি চেনা পথে।
নিবিড় বেদনার পৃথিবীতে মুখরিত লোকজন,
আপনপর ভুলিয়া হাসিমুখ খানা দেখাতে।
সৌরভবিহল রজনী ফুঁটে দ্বারে দ্বারে,
ফুলের গন্ধের মাধুরী বিছিয়ে।
দূর আকাশের নিচে আজও পথ চেয়ে আছি,
আহ্বানের বার্তা নিয়ে অপরিচিতার ফেরাতে।
ব্যকুল বসুন্ধরা কবে সাজবে নতুন করে,
দখিনা বাতাসের সাথে পল্লবে পল্লবে৷
রৌদ্র ছায়ার খেলাতে মুষ্টিবদ্ধ করি তোমাকে,
এরি মাঝে হাসি গাই আপন মনে।
সারাক্ষণ নয়ন জোড়া মেলে রবো দাঁড়িয়ে,
কখন পাবো দেখা তোমার কোন সে শুভক্ষণে।
জীবনের বহে যত অশান্তির ছায়া,
তুমি এসে কাটিয়ে দিবে প্রেমের মায়াতে।
মোঃ রায়হান কাজী
----------------------
অবগুন্ঠিত কুন্ঠিত জীবনের মাঝে ,
বিড়ম্বনা বাড়ে তোমার কাছে এসেও না আসাতে।
হৃদয়দল বাহিরভূবনে দরজা খুলিয়া,
অপেক্ষায় আছি তোমার আবার ফিরে আসাতে।
সংগীত মুখরিত ভুবনে ধ্বনি বাজে বুক পিঞ্জরে,
আজি জাগ্রত দ্বারে তোমায় খুঁজি চেনা পথে।
নিবিড় বেদনার পৃথিবীতে মুখরিত লোকজন,
আপনপর ভুলিয়া হাসিমুখ খানা দেখাতে।
সৌরভবিহল রজনী ফুঁটে দ্বারে দ্বারে,
ফুলের গন্ধের মাধুরী বিছিয়ে।
দূর আকাশের নিচে আজও পথ চেয়ে আছি,
আহ্বানের বার্তা নিয়ে অপরিচিতার ফেরাতে।
ব্যকুল বসুন্ধরা কবে সাজবে নতুন করে,
দখিনা বাতাসের সাথে পল্লবে পল্লবে৷
রৌদ্র ছায়ার খেলাতে মুষ্টিবদ্ধ করি তোমাকে,
এরি মাঝে হাসি গাই আপন মনে।
সারাক্ষণ নয়ন জোড়া মেলে রবো দাঁড়িয়ে,
কখন পাবো দেখা তোমার কোন সে শুভক্ষণে।
জীবনের বহে যত অশান্তির ছায়া,
তুমি এসে কাটিয়ে দিবে প্রেমের মায়াতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ১১/০৬/২০২০অনেক ভালো লাগলো!
-
কবীর হুমায়ূন ১১/০৬/২০২০কবিতার আসরে পড়েছি। আবার এখানেও? এখানে কবিতা না দিলেই মনে হয় ভালো। গল্প, প্রবন্ধু ইত্যাদি লিখতে পারেন। এতে নিজের লেখালেখির দক্ষতা বাড়বে। কারন, কবিতার আসরের পাঠকরাই এখানের পাঠক। শুভ কামনা।
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০অসাধারণ একটি লেখা ।