অপরিচিতা তুমি
অপরিচিতা তুমি
মোঃ রায়হান কাজী
-------------------
আকস্মিক ভাবে জানা ভয়ের সূচনা ঘটে,
মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল হঠাৎ করে।
তাই চলে গিয়েছিলাম তোমার থেকে একটি দূরে,
আবার এসেছি ফিরে তোমার চিরচেনা প্রান্তের দ্বারে।
দেখা হয়েছিল কোনো এক বসন্ত বিকালে,
গ্রীষ্মের দাবদাহের মাঝে এসেছি ফিরে।
লাল টি-শার্ট আর তোমার ধূসর বোরকার সাথে,
মিলিয়ে নিবো দুটি মন এক করে অবেলাতে।
যদিও আগের মতো লোকজন চোখে পড়েনা,
এখন আর রেললাইনের পাশে রাস্তার মোড়ে।
তবুও জায়গাখানা আছে আগের মতো,
সবি আছে অপরিচিতা তুমি ছাড়া এই পথে।
এখনো হয়নি জানা তোমার নামখানা,
ঠিক জেনে নিবো সময় হলে তোমার কাছ থেকে।
তুমি কী আসবেনা আরেকটি বার আমার কাছে?
সেই অপেক্ষায় প্রহর কাটে ধূসর হয়ে দিনগুলোতে।
এ সময়ে একাকিত্বের মাঝে ভাবছি বসে তোমাকে,
সংশয় বাড়ে মনের কিনারা জুড়ে আকাশে।
না জানি হারাও নিমিষে স্রোতের টানে,
কতসব প্রশ্ন জাগে মনের গহীন কোণে?
মোঃ রায়হান কাজী
-------------------
আকস্মিক ভাবে জানা ভয়ের সূচনা ঘটে,
মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল হঠাৎ করে।
তাই চলে গিয়েছিলাম তোমার থেকে একটি দূরে,
আবার এসেছি ফিরে তোমার চিরচেনা প্রান্তের দ্বারে।
দেখা হয়েছিল কোনো এক বসন্ত বিকালে,
গ্রীষ্মের দাবদাহের মাঝে এসেছি ফিরে।
লাল টি-শার্ট আর তোমার ধূসর বোরকার সাথে,
মিলিয়ে নিবো দুটি মন এক করে অবেলাতে।
যদিও আগের মতো লোকজন চোখে পড়েনা,
এখন আর রেললাইনের পাশে রাস্তার মোড়ে।
তবুও জায়গাখানা আছে আগের মতো,
সবি আছে অপরিচিতা তুমি ছাড়া এই পথে।
এখনো হয়নি জানা তোমার নামখানা,
ঠিক জেনে নিবো সময় হলে তোমার কাছ থেকে।
তুমি কী আসবেনা আরেকটি বার আমার কাছে?
সেই অপেক্ষায় প্রহর কাটে ধূসর হয়ে দিনগুলোতে।
এ সময়ে একাকিত্বের মাঝে ভাবছি বসে তোমাকে,
সংশয় বাড়ে মনের কিনারা জুড়ে আকাশে।
না জানি হারাও নিমিষে স্রোতের টানে,
কতসব প্রশ্ন জাগে মনের গহীন কোণে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/০৬/২০২০চমৎকার।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০অসাধারণ কাব্য।
-
ফয়জুল মহী ১০/০৬/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী । অনবদ্য প্রকাশ।
-
গাজী মোহাম্মদ শাহাদাত ১০/০৬/২০২০সুন্দর লেখনী।
সুস্থ থাকুন,সচেতন থাকুন। -
সাইয়িদ রফিকুল হক ১০/০৬/২০২০বেশ রোম্যান্টিক!