www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে তুমি অপরিচিতা

কে তুমি অপরিচিতা
মোঃ রায়হান কাজী
--------------------
তুমি এসেছিলে কোনো এক বসন্ত বিকেলে।
রাস্তার মোড়ে রেললাইনের পাশে।
তাকিয়ে ছিলে আমার দিকে।
কাজল কালো আখিঁ জোড়া মেলে।

আমি বুঝতে পারিনি ঐ চাউনি।
বুঝতে পারিনি তাকানোর মানে কী?
তবে নিস্তব্ধতার মাঝে কী যেন শুনতে পেয়েছিলাম।
পেয়েছিলাম শুনতে তোমার পদধ্বনি নীরবে।

লোক সমাগমের হাঁক ডাকের কারণে,
বুঝেছিলাম তোমার ওভাবে তাকানোর মানে।
আমি হেঁটে চলে গিয়েছিলাম নিজের কাজে।
একবারও তোমার দিকে না তাকিয়ে।

আমি জানিনা কে তুমি অপরিচিতা?
আমি জানিনা তোমার পরিচয় কী?
জানিনা কেন এসে দাঁড়িয়ে ছিলে আমার জন্য?
জানিনা আবার দেখা হবে কিনা?

যেটুকু দেখেছিলাম মন কেড়ে নিয়ে ছিলে তুমি।
কোনো এক ঝরে উতালপাতাল করে গেছে হ্নদয়।
কাঁপুনি উঠেছিলো বুকের বামপাশের হ্নৎপিন্ডে।
প্রতি স্পন্দনে শিউরে উঠছিলাম অজানা সুখে।

নাম না-জানা অপরিচিতা বুঝতে পারিনি,
তোমাতে আমাতে দেখা হবে এভাবে।
কোনো এক হাস্যজ্জল দিনে পড়ন্ত বিকেলে ।
আবার যদি একসাথে দেখা হয় অন্য কোনো বসন্তে,
তোমাকে সাজিয়ে দিবো রামধনুর সাতরঙা সাঁজে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ সুন্দর
  • সঞ্জয় শর্মা ১১/০৬/২০২০
    অনন্য প্রেমের কবিতা,
    আসছে বসন্তে
    আবার দেখা হবে নিশ্চয়।

    ছাউনি →চাউনি..
  • দারুন দারুন...
  • ফয়জুল মহী ০২/০৬/২০২০
    পরিপক্ব ও পরিপাটি লেখা ।l
  • শ্রীমান দে ০২/০৬/২০২০
    খুব ভাল হয়েছে । ভাল থাকবেন কবি।
    • Md. Rayhan Kazi ০৪/০৬/২০২০
      অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপনার জন্য প্রিয়।
  • দারুন
  • কবীর হুমায়ূন ০২/০৬/২০২০
    সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা।
 
Quantcast