তুমি নেই তাই
তুমি নেই তাই
মুহাম্মদ রাশেদ
দিগন্তে চেয়ে দেখো
আকাশ কালো হয়েছে
মেঘগুলো কান্না হয়ে
ঝরে গিয়েছে
তুমি নেই তাই বেদনারা আমায়
অশ্রুশিক্ত করেছে।
মাঝে মাঝে পিছনে দেখো
আমার স্মৃতিরা করে আনাগোনা
আজো ভালোবাসা খোজে তোমায়
মন থাকে আনমনা
তুমি দূরে তাই দূরত্বরা আমায়
দূরে ঠেলেছে।
কত গল্প আছে কিছু স্মৃতি আছে
তোমাকে আজো করে স্বরণ
শুধু নেই তুমি বড় একা আমি
একাকিত্ব করেছি বরণ
তুমি ভূলে গেছো তাই নিশ্বতা আমায়
নিশ্ব করেছে।
মুহাম্মদ রাশেদ
দিগন্তে চেয়ে দেখো
আকাশ কালো হয়েছে
মেঘগুলো কান্না হয়ে
ঝরে গিয়েছে
তুমি নেই তাই বেদনারা আমায়
অশ্রুশিক্ত করেছে।
মাঝে মাঝে পিছনে দেখো
আমার স্মৃতিরা করে আনাগোনা
আজো ভালোবাসা খোজে তোমায়
মন থাকে আনমনা
তুমি দূরে তাই দূরত্বরা আমায়
দূরে ঠেলেছে।
কত গল্প আছে কিছু স্মৃতি আছে
তোমাকে আজো করে স্বরণ
শুধু নেই তুমি বড় একা আমি
একাকিত্ব করেছি বরণ
তুমি ভূলে গেছো তাই নিশ্বতা আমায়
নিশ্ব করেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৭/০৯/২০১৬খুব ভাল
-
জয় ২৭/০৯/২০১৬স্মৃতির চাদর ই সম্পদ নিজেকে ঢেকে রাখার জন্য । ভালো ।
-
অঙ্কুর মজুমদার ২৬/০৯/২০১৬nice poem
-
মোনালিসা ২৬/০৯/২০১৬সুন্দর
-
সোলাইমান ২৬/০৯/২০১৬অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৯/২০১৬সুন্দর হয়েছে। কিছু বানানে সমস্যা রয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০১৬নিজেই সবচেয়ে বড় সত্য।