বাংলার শ্রেষ্ঠ সন্তান
আজ হতে বহুকাল পরে যখন তুমি,
জানতে চাইবে শ্রেষ্ঠ বাঙালির কথা
তখন আমার কবিতাটি পরে নিও
আর জেনে নিও
বাংলার শ্রেষ্ঠ সন্তান, সেযে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গ দেশের গোপালগঞ্জে জন্ম তার
মনজুড়ে তার সদা থাকতো বাংলার মানুষের চিন্তাধারা তাইতো সদা ভেবে গেছেন
আর করে গেছেন, এই বাংলার তরে
হানাদারদের শত নির্যাতনেও দমে যাননি
ন্যায়ের পথে পথচলা কখনো থামাননি
মজলুমের আর্তনাদ তিনি শুনেছেন
আর তাদের জন্যেই লড়ে গেছেন।
তার কথায় ছিল উদ্দীপনা
তার ভাষণে ছিল প্রাণ জাগানো ধ্বনি
তার ডাকে সাড়া দিয়ে বাংলার সন্তানেরা
হয়েছিল মুক্তিবাহিনী
তার অসীম সাহসে ছিল বলিষ্ঠতা
তার প্রতিটি উচ্চারণে ছিল দৃঢ়তা।
বাংলার স্বাধীনতার ঘোষক তিনি
তাইতো আজ স্বাধীন মোরা
তার আহ্বানেই সাড়া দিয়েই বিজয় এনেছে
বাংলার সন্তানেরা
তাই পৃথিবীর মানচিত্রে আজ মোরা একটি দেশ
সারা পৃথিবীতে সাড়া জাগানো বাংলাদেশ
ভাষা আন্দোলন, গণঅভ্যুথান অতঃপর মুক্তিযুদ্ধ
তার ডাকেই লক্ষাদিক যোদ্ধা হয়েছে উদ্বুদ্ধ।
তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান
তার আত্নত্যাগেই বিশ্বে মোদের হয়েছে স্থান
তার নামে খচিত মোদের মানচিত্র
তার জাগরিত দিপ্ত কন্ঠে মোরা আকুলিত
তিনিই মোদের বঙ্গ মাতার রাষ্ট্রনায়ক
হ্রদয়ের আকুল আহ্বান।
বঙ্গ মাতার বীর সন্তানের আত্মকাহিনী
যখন তুমি জানতে চাইবে, তখন এই কবিতাটি
পড়ে নিও আর জেনে নিও কে ছিলেন
বাংলার শ্রেষ্ঠ সন্তান
তিনিতো অন্য কেউ নয় তিনিতো
উদ্দীপ্ত মনের উদ্দীপনা
তিনিই বাংলার শ্রেষ্ঠ সন্তান
তিনিতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জানতে চাইবে শ্রেষ্ঠ বাঙালির কথা
তখন আমার কবিতাটি পরে নিও
আর জেনে নিও
বাংলার শ্রেষ্ঠ সন্তান, সেযে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গ দেশের গোপালগঞ্জে জন্ম তার
মনজুড়ে তার সদা থাকতো বাংলার মানুষের চিন্তাধারা তাইতো সদা ভেবে গেছেন
আর করে গেছেন, এই বাংলার তরে
হানাদারদের শত নির্যাতনেও দমে যাননি
ন্যায়ের পথে পথচলা কখনো থামাননি
মজলুমের আর্তনাদ তিনি শুনেছেন
আর তাদের জন্যেই লড়ে গেছেন।
তার কথায় ছিল উদ্দীপনা
তার ভাষণে ছিল প্রাণ জাগানো ধ্বনি
তার ডাকে সাড়া দিয়ে বাংলার সন্তানেরা
হয়েছিল মুক্তিবাহিনী
তার অসীম সাহসে ছিল বলিষ্ঠতা
তার প্রতিটি উচ্চারণে ছিল দৃঢ়তা।
বাংলার স্বাধীনতার ঘোষক তিনি
তাইতো আজ স্বাধীন মোরা
তার আহ্বানেই সাড়া দিয়েই বিজয় এনেছে
বাংলার সন্তানেরা
তাই পৃথিবীর মানচিত্রে আজ মোরা একটি দেশ
সারা পৃথিবীতে সাড়া জাগানো বাংলাদেশ
ভাষা আন্দোলন, গণঅভ্যুথান অতঃপর মুক্তিযুদ্ধ
তার ডাকেই লক্ষাদিক যোদ্ধা হয়েছে উদ্বুদ্ধ।
তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান
তার আত্নত্যাগেই বিশ্বে মোদের হয়েছে স্থান
তার নামে খচিত মোদের মানচিত্র
তার জাগরিত দিপ্ত কন্ঠে মোরা আকুলিত
তিনিই মোদের বঙ্গ মাতার রাষ্ট্রনায়ক
হ্রদয়ের আকুল আহ্বান।
বঙ্গ মাতার বীর সন্তানের আত্মকাহিনী
যখন তুমি জানতে চাইবে, তখন এই কবিতাটি
পড়ে নিও আর জেনে নিও কে ছিলেন
বাংলার শ্রেষ্ঠ সন্তান
তিনিতো অন্য কেউ নয় তিনিতো
উদ্দীপ্ত মনের উদ্দীপনা
তিনিই বাংলার শ্রেষ্ঠ সন্তান
তিনিতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।