www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ্রোহী তোমায় খুজি

আজ বাংলাদেশ তোমাকে চায়
আজ প্রতিটি বিদ্রোহী মন তোমাকে খুজে বেড়ায়
ওগো নজরুল ফিরে এসো,
ফিরে এসো আবারো এই বাংলায়।

তুমি আবারো হাতে কলম তুলে নাও
অন্যায় আর অবিচারের বিপক্ষে
সত্যের শক্তি সঙ্গি তোমার
লক্ষ বিদ্রোহী পক্ষে।

তোমার সাম্যবাদীতা আবারো খুজি
প্রতিটি সত্য কবির কলমে
যারা অসাম্যের বাণীতে ক্ষুব্দ হয়
যাদের মনে নেই কোন ভয়, নাই বা যায় যারা থেমে।

আমি তোমাকেই করি আহ্বান
ওগো বিদ্রোহী প্রাণভরে করি স্বরণ
প্রতিটা সোচ্চার মনে তুমি জেগে ওঠো
অন্যায়ের বিরুদ্ধে জারি করো অগ্নিবাণ।

তুমি প্রলয় শিখার মতো জেগে ওঠো
প্রতিটি সাম্যবাদীরর হ্রদয়ে
ঝলসে দাও অসাম্যের কালীরেখা
সম্প্রীতি জাগিয়ে তুলো অন্তরে।

তুমি আবারো জারি করো ধুমকেতু
অন্ধকারে বাঁধো অগ্নিসেতু
উচ্ছেদ করো যত বিবেধ ব্যাথা
সবাইকে জানাও ঐক্যের কথা
তোমার মর্মবাণী আবারো শুনতে চাই
ওগো কবি, ফিরে এসো বাংলায়।

তোমার জয়ধ্বনি শুনতে চাই
আমার ব্যথিত মন তোমার প্রতিক্ষায়
আমি আজ বিষের বাঁশি খুজি
দরিদ্রের আর্তনাদে আমি চোখ বুজি
আমি কলম তুলেও লিখতে পারিনা
ব্যথিত মনের মর্মবাণী
তাই আমি তোমায় করি আহ্বান
হয়ে যাও আমার হ্রদয়ে প্রদিয়মা।

ওগো কবি, এসো আজ ফিরে এসো
পৃথিবীব্যপি কালিরেখা মুছতে
তোমার নির্ভীক মন আমায় কর দান
তোমার কলমের কালিতে কর আমায় বলিয়মান
আজ আমি দূরন্ত পথিক হতে চাই
সত্যের সাহসে আমি উজ্জিবিত হতে চাই।

আমি শ্রদ্ধাভরে ব্যাকুল হয়ে তোমার স্মৃতি খুজি
আমি তোমার দূরন্ত মনের আকুলতায় মজি
তুমি প্রেরণা আমার কলমের কালি
তোমার আদর্শে আমি আমার আমিকে বুঝি
তুমি নেই, যেন সাহিত্যে হাহাকার বয়ে যায়
বলনা বিদ্রোহী, অভিমান করে আছ তুমি কোথায়?
ফিরে কী আর আসবেনা জাগরণ জাগাতে?
সত্য মনে সত্য প্রাণে আশার প্রদীপ জ্বালাতে?

আজ নেই কেউ লিখবে, বলবে সত্যের কথা
আজ মিথ্যের ভয়ে ভীত সবাই, শুধুই মর্মব্যাথা
তাই আমি তোমাকে করি আহ্বান
হ্রদয়ভরে শ্রদ্ধা নিয়ে ভালবাসায় করি স্বরণ
ওগো কবি, ফিরে এসো এই ধরায়
আজ বাংলার বিদ্রোহী মন তোমায় খুজে বেড়ায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৬/০৯/২০১৬
    আমার প্রাণ প্রিয় কবি কাজি নজরুল ইসলাম।
  • অঙ্কুর মজুমদার ১৬/০৯/২০১৬
    vlo......
  • প্রিয় কবিকে নিয়ে অসাধারণ কবিতা।
    ভালো লাগলো।
  • সোলাইমান ১৬/০৯/২০১৬
    অনেক ভালো হয়েছে।
 
Quantcast