ফুলপ্রেমিকা
ফুলপ্রেমিকা
ঊষার মাহমুদ
শাড়ির লাল রঙে বসন্ত নামে না এখন;
নোলকে ফুল ফুটে না পাখিচোখে
স্বপ্ন যত থেমেগেছে;যেন,মধ্যদুপরের স্তব্দতা এক।
বেহায়া ইচ্ছেরা নিষিদ্ধ পথে ফেয়ারি হয়
প্রকৃতির প্রশ্রয়ে ফুল পাখি নদীর টানে!
বারন্তি লতার আগার মতো উইপোকা খেয়েফেলেছে ভালোবাসার এগিয়ে যাওয়ার পথ।
চঞ্চলা-ফুলপ্রেমিকা আমার অস্থিত্ব খুঁজে বেড়াই ভুল দুর্বাঘাসে....
ঝাপসার দখলে জোড়াচোখের আলো
চঞ্চলা, এই চোখ কিচ্ছু দেখতে পায়না,তোমার লালশাড়ি আর নাকের নোলক ছাড়া।
অথচ, তোমার নষ্টচোখ কতকিছু দেখে, শুধু দেখতে পায়না আমায়..
ঊষার মাহমুদ
শাড়ির লাল রঙে বসন্ত নামে না এখন;
নোলকে ফুল ফুটে না পাখিচোখে
স্বপ্ন যত থেমেগেছে;যেন,মধ্যদুপরের স্তব্দতা এক।
বেহায়া ইচ্ছেরা নিষিদ্ধ পথে ফেয়ারি হয়
প্রকৃতির প্রশ্রয়ে ফুল পাখি নদীর টানে!
বারন্তি লতার আগার মতো উইপোকা খেয়েফেলেছে ভালোবাসার এগিয়ে যাওয়ার পথ।
চঞ্চলা-ফুলপ্রেমিকা আমার অস্থিত্ব খুঁজে বেড়াই ভুল দুর্বাঘাসে....
ঝাপসার দখলে জোড়াচোখের আলো
চঞ্চলা, এই চোখ কিচ্ছু দেখতে পায়না,তোমার লালশাড়ি আর নাকের নোলক ছাড়া।
অথচ, তোমার নষ্টচোখ কতকিছু দেখে, শুধু দেখতে পায়না আমায়..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭খুব ভাল লাগল ...শেষ লাইনটি অনন্যা ...
-
Tanju H ০৪/১০/২০১৭চমৎকার...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/১০/২০১৭প্রকৃতিকে নিয়ে প্রেমের দারুণ অংকন । বেশ ভাল ।
ধন্যবাদ প্রিয় । -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/১০/২০১৭বেশ সুন্দর লিখাছেন
-
আব্দুল হক ০৪/১০/২০১৭বেশ সুন্দর লিখনী!!ধন্যবাদ!
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/১০/২০১৭ভালো লিখেছেন।
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Valo hoyeche
-
মধু মঙ্গল সিনহা ০৪/১০/২০১৭সুন্দর লেখা