অপেক্ষা
অপেক্ষা
---মোঃওবায় দুল হক
প্রিয়া আমার রোজ যে পথে আসতো, সেখানে ছিল আমার প্রতিদিন অপেক্ষা! রাস্তার পাশে দাঁড়িয়ে স্বপ্ন ভরা মন।প্রত্যাশিত আমি।অপেক্ষায় থয় থয় জোড়া আখিঁর দৃষ্টি।
সে দিন গুলোতে জেন থেমে থাকতো ঘড়ির কাটা।সারে আটটা থেকে নয়টা বাজতে আমাকে আধযুগের অপেক্ষা সম-অস্থিরতা সয়তে হতো। কতোনা প্রশ্ন দাঁড়হতো এমনের মাঝে।
সে আসতো তার প্রতিদিনের সময়য় ধরে। কয়েক গজ দূরে থাকতেই তার মায়াবী মুখে ফুটেউঠতো আমার পৃথিবীর শ্রেষ্ট হাসিটা!
তার পর কাছেএসে জিজ্ঞাসা,"কেমন আছেন?"নয়তো প্রশ্ন, "কাল বিকেলে আমাদের ও দিকে যাননি কেন? মোবাইলটা বন্ধছিল কেন?"
পরে বলতো,"বিকেলে আসবেন। আপনার সাথে কথা আছে" এই বলে চলে যেতো সে! আর আমি অপলকে তাকিয়ে থাকতাম সে চলে যাওয়ার দিকে, আর মন জুড়ে আরম্ব হতো কল্পনার যুদ্ধ! কোনকিছুতেই বসতো না মন।আবারো আপেক্ষা বিকেলের,কখুন বিকেল হবে? কখুন শোনা হবে তার না বলা কথাগুলো।
কি বলবে সে? মনে ভীড় জমাতো হাজারো প্রশ্ন!
---মোঃওবায় দুল হক
প্রিয়া আমার রোজ যে পথে আসতো, সেখানে ছিল আমার প্রতিদিন অপেক্ষা! রাস্তার পাশে দাঁড়িয়ে স্বপ্ন ভরা মন।প্রত্যাশিত আমি।অপেক্ষায় থয় থয় জোড়া আখিঁর দৃষ্টি।
সে দিন গুলোতে জেন থেমে থাকতো ঘড়ির কাটা।সারে আটটা থেকে নয়টা বাজতে আমাকে আধযুগের অপেক্ষা সম-অস্থিরতা সয়তে হতো। কতোনা প্রশ্ন দাঁড়হতো এমনের মাঝে।
সে আসতো তার প্রতিদিনের সময়য় ধরে। কয়েক গজ দূরে থাকতেই তার মায়াবী মুখে ফুটেউঠতো আমার পৃথিবীর শ্রেষ্ট হাসিটা!
তার পর কাছেএসে জিজ্ঞাসা,"কেমন আছেন?"নয়তো প্রশ্ন, "কাল বিকেলে আমাদের ও দিকে যাননি কেন? মোবাইলটা বন্ধছিল কেন?"
পরে বলতো,"বিকেলে আসবেন। আপনার সাথে কথা আছে" এই বলে চলে যেতো সে! আর আমি অপলকে তাকিয়ে থাকতাম সে চলে যাওয়ার দিকে, আর মন জুড়ে আরম্ব হতো কল্পনার যুদ্ধ! কোনকিছুতেই বসতো না মন।আবারো আপেক্ষা বিকেলের,কখুন বিকেল হবে? কখুন শোনা হবে তার না বলা কথাগুলো।
কি বলবে সে? মনে ভীড় জমাতো হাজারো প্রশ্ন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৭/০৪/২০১৫চমৎকার
-
শাহাদাত হোসেন রাতুল ২৬/০৪/২০১৫valo likhechen
-
ইকবাল হাসান ২৬/০৪/২০১৫মনের ভিতরে জমুক হাজার প্রশ্ন। আর অনুভূতির পাল্লা ভারী হোক হাজার মনের সমান.........
-
মোঃওবায় দুল হক ২৪/০৪/২০১৫ধন্যবাদ ভাই
সহস্র ভালবাসা আপনার জন্য! -
অবুঝ ব্লগার ২৩/০৪/২০১৫খুব সুন্দর লিখেছেন