স্বপ্ন কন্যা
***স্বপ্ন কন্যা**
--মোঃ ওবায় দুল হক
স্বপ্ন কন্যা নীলাঞ্জনা
তুমি কি শুন্তে পাওনা?
আমার অবুজ হৃদয়ের
প্রীতি কথা,
কতো খোলা চিঠি লিখে
তোমার তরে,
চাঁদ নদী, ফুল পবনে,
ঐ আকাশে-
দিয়েছি ছেড়ে!
তোমার দেয়ালে কি ভাসেনা?
তোমাকে নিয়ে লিখা আমার মনের যন্ত্রনা।
তুমি আব্দি যদি,নাইবা পৌছলো
চিত্তের কথা,
তবে কি ভাববো তোমাকে নিয়ে
লিখা মোর,
সব ই কি বৃথা!
--মোঃ ওবায় দুল হক
স্বপ্ন কন্যা নীলাঞ্জনা
তুমি কি শুন্তে পাওনা?
আমার অবুজ হৃদয়ের
প্রীতি কথা,
কতো খোলা চিঠি লিখে
তোমার তরে,
চাঁদ নদী, ফুল পবনে,
ঐ আকাশে-
দিয়েছি ছেড়ে!
তোমার দেয়ালে কি ভাসেনা?
তোমাকে নিয়ে লিখা আমার মনের যন্ত্রনা।
তুমি আব্দি যদি,নাইবা পৌছলো
চিত্তের কথা,
তবে কি ভাববো তোমাকে নিয়ে
লিখা মোর,
সব ই কি বৃথা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০১/০৪/২০১৫ভাল
-
স্বপন রোজারিও(১) ০১/০৪/২০১৫খু্বই সুন্দর।
-
অ ০১/০৪/২০১৫বেশ ভালো লিখেছেন ।