মিথ্যা মোহে
বিরখের আলিঙনে মন আজ
দিশেহারা বড় মাতাল,
পরাজয়ের গ্লানি ব্যাথাতুর
কম্পিত আকাশ-পাতাল!
নিরুদ্দেশ্য যাত্রা পুথিক
সাথে নিয়ে বেদনার ঝুলি-
নিদারুণ অগ্নিশিখায় জ্বলছি
এ আমার অতিস্বাদের প্রেমির বুলি!
ঊষারের রবি কিরণে
ঝল- মল ধরনি,
এত আলো তবু আলোকিত নয় মম
চারিদ্বারে অন্ধকারের হাতছানি!
আমার কুঞ্জে এসেছিলে
প্রীতিদ্বিপ জ্বালাতে,
মিথ্যা মোহে কি পেয়েছি
বুকটা ভেঙে যায় ভাবতে!!
দিশেহারা বড় মাতাল,
পরাজয়ের গ্লানি ব্যাথাতুর
কম্পিত আকাশ-পাতাল!
নিরুদ্দেশ্য যাত্রা পুথিক
সাথে নিয়ে বেদনার ঝুলি-
নিদারুণ অগ্নিশিখায় জ্বলছি
এ আমার অতিস্বাদের প্রেমির বুলি!
ঊষারের রবি কিরণে
ঝল- মল ধরনি,
এত আলো তবু আলোকিত নয় মম
চারিদ্বারে অন্ধকারের হাতছানি!
আমার কুঞ্জে এসেছিলে
প্রীতিদ্বিপ জ্বালাতে,
মিথ্যা মোহে কি পেয়েছি
বুকটা ভেঙে যায় ভাবতে!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০১/১০/২০১৪ভালো...
-
সাইদুর রহমান ২৮/০৯/২০১৪বেশ ভালো লাগলো।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/০৯/২০১৪ভ্রান্তির আক্ষেপটা বিষাদের আশ্রয়ে চমৎকার ভাবে চিত্রিত করেছেন। ছন্দের ব্যবহারও ভালো ছিল। তবে বিভিন্ন শব্দের বানানের দিকে নজর দিলে আরও নান্দনিক হতো। অনেক শব্দের বানান ভুল।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৯/২০১৪ভাবনাটা বেশ
-
স্বপন রোজারিও(১) ২৬/০৯/২০১৪সুন্দর হয়েছে। মিথ্যা মোহে যেন আমরা ঘুরছি।
-
মোঃওবায় দুল হক ২৬/০৯/২০১৪বিশেষ ধন্যবাদ
মলিরুজ্জামান ভাই। -
মনিরুজ্জামান শুভ্র ২৫/০৯/২০১৪অনেক ভাল লাগলো ।
পুথিক > পথিক ।